ঢাকা , বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
আপডেট :
কানাডার প্রভিন্সিয়াল পার্লামেন্ট ইলেকশন ডলি’র হ্যাটট্রিক জয় ১৭ বছর পর দেশে প্রত্যাবর্তন লন্ডন বিএনপি নেতা শরফুকে শ্রীমঙ্গলে গণ সংবর্ধনা ইতালির মানতোভা শহরে দুইদিনব্যাপী দূতাবাস সেবা অনুষ্ঠিত ,প্রায় আট শতাধিক প্রবাসীরা এই ক্যাম্প থেকে দূতাবাস সেবা গ্রহণ করেন ইতালিতে এমপি প্রার্থী প্রফেসর ডা: সরকার মাহবুব আহমেদ শামীম কে চাঁদপুরবাসীর সংবর্ধনা দেশে ফিরছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্হায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হান্নানের মৃত্যুতে দোয়া অনুষ্ঠিত কুলাউড়া বিএনপির ১৩ ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষনা, সমন্বয়কদের দায়িত্ব বন্টন কুলাউড়ায় রাজাপুরে বালু উত্তোলন বন্ধ ও সেতু রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত উৎসবমুখর পরিবেশে ইতালির তরিনোতে সিলেট বিভাগ ঐক্য পরিষদের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন মৌলভীবাজারের কুলাউড়ায় ছাত্রশিবিরের নববর্ষ প্রকাশনা উৎসব

জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেয়া হবে ২৪ জুলাই

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : ১২:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০১৭
  • / ১৪০৮ টাইম ভিউ

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আগামী ২৪ জুলাই বিজয়ীদের হাতে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৫’ তুলে দেয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন। অনুষ্ঠানটি সমন্বয়ের দায়িত্বে থাকবে তথ্য মন্ত্রণালয়।

এবার যুগ্মভাবে আজীবন সম্মাননা পাচ্ছেন চিত্রনায়িকা শাবানা ও সঙ্গীতশিল্পী ফেরদৌসী রহমান। শ্রেষ্ঠ চলচ্চিত্রের ক্ষেত্রে যুগ্মভাবে ‘বাপজানের বায়োস্কোপ’ ও ‘অনিল বাগচীর একদিন’ পদক পাবে।

শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র হিসেবে পুরস্কার পাবে একাত্তরের গণহত্যা ও বধ্যভূমি, শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক হচ্ছেন যুগ্মভাবে মো. রিয়াজুল মওলা রিজু (বাপজানের বায়োস্কোপ) ও মোরশেদুল ইসলাম (অনিল বাগচীর একদিন)।

এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছেন- শ্রেষ্ঠ অভিনেতা প্রধান চরিত্রে যুগ্মভাবে শাকিব খান (আরো ভালোবাসব তোমায়) ও মাহফুজ আহমেদ (জিরো ডিগ্রি), শ্রেষ্ঠ অভিনেত্রী প্রধান চরিত্রে জয়া আহসান (জিরো ডিগ্রি), শ্রেষ্ঠ অভিনেতা পার্শ্ব চরিত্রে গাজী রাকায়েত (অনিল বাগচীর একদিন), শ্রেষ্ঠ অভিনেত্রী পার্শ্ব চরিত্রে তমা মির্জা (নদীজন), শ্রেষ্ঠ অভিনেতা খল চরিত্রে ইরেশ যাকের (ছুঁয়ে দিল মন), শ্রেষ্ঠ শিশুশিল্পী যারা যারিব (প্রার্থনা), শিশুশিল্পী শাখায় বিশেষ পুরস্কার প্রমিয়া রহমান (প্রার্থনা), সেরা সংগীত পরিচালক সানী জুবায়ের (অনিল বাগচীর একদিন), শ্রেষ্ঠ গায়ক যুগ্মভাবে সুবীর নন্দী (গান : তোমারে ছাড়িতে বন্ধু, চলচ্চিত্র : মহুয়া সুন্দরী) ও এসআই টুটুল (গান : উথাল পাতাল জোয়ার, চলচ্চিত্র : বাপজানের বায়োস্কোপ); শ্রেষ্ঠ গায়িকা প্রিয়াংকা গোপ (গান : আমার সুখ সে তো, চলচ্চিত্র : অনিল বাগচীর একদিন); শ্রেষ্ঠ গীতিকার আমিরুল ইসলাম (গান উথাল পাতাল জোয়ার, চলচ্চিত্র : বাপজানের বায়োস্কোপ), শ্রেষ্ঠ সুরকার : এস আই টুটুল (গান: উথাল পাতাল জোয়ার, চলচ্চিত্র : বাপজানের বায়োস্কোপ), শ্রেষ্ঠ কাহিনীকার মাসুম রেজা (বাপজানের বায়োস্কোপ), শ্রেষ্ঠ চিত্রনাট্যকার যুগ্মভাবে মাসুম রেজা (বাপজানের বায়োস্কোপ) ও মো. রিয়াজুল মওলা রিজু (বাপজানের বায়োস্কোপ), শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হুমায়ূন আহমেদ (অনিল বাগচীর একদিন), শ্রেষ্ঠ সম্পাদক মেহেদী রনি (বাপজানের বায়োস্কোপ), শ্রেষ্ঠ শিল্প নির্দেশক সামুরাই মারুফ (জিরো ডিগ্রি), শ্রেষ্ঠ চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান (পদ্ম পাতার জল), শ্রেষ্ঠ শব্দগ্রাহক রতন কুমার পাল (জিরো ডিগ্রি), শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা মুসকান সুমাইকা (পদ্ম পাতার জল) এবং শ্রেষ্ঠ মেক আপম্যান শফিক (জালালের গল্প)।

পোস্ট শেয়ার করুন

জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেয়া হবে ২৪ জুলাই

আপডেটের সময় : ১২:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০১৭

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আগামী ২৪ জুলাই বিজয়ীদের হাতে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৫’ তুলে দেয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন। অনুষ্ঠানটি সমন্বয়ের দায়িত্বে থাকবে তথ্য মন্ত্রণালয়।

এবার যুগ্মভাবে আজীবন সম্মাননা পাচ্ছেন চিত্রনায়িকা শাবানা ও সঙ্গীতশিল্পী ফেরদৌসী রহমান। শ্রেষ্ঠ চলচ্চিত্রের ক্ষেত্রে যুগ্মভাবে ‘বাপজানের বায়োস্কোপ’ ও ‘অনিল বাগচীর একদিন’ পদক পাবে।

শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র হিসেবে পুরস্কার পাবে একাত্তরের গণহত্যা ও বধ্যভূমি, শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক হচ্ছেন যুগ্মভাবে মো. রিয়াজুল মওলা রিজু (বাপজানের বায়োস্কোপ) ও মোরশেদুল ইসলাম (অনিল বাগচীর একদিন)।

এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছেন- শ্রেষ্ঠ অভিনেতা প্রধান চরিত্রে যুগ্মভাবে শাকিব খান (আরো ভালোবাসব তোমায়) ও মাহফুজ আহমেদ (জিরো ডিগ্রি), শ্রেষ্ঠ অভিনেত্রী প্রধান চরিত্রে জয়া আহসান (জিরো ডিগ্রি), শ্রেষ্ঠ অভিনেতা পার্শ্ব চরিত্রে গাজী রাকায়েত (অনিল বাগচীর একদিন), শ্রেষ্ঠ অভিনেত্রী পার্শ্ব চরিত্রে তমা মির্জা (নদীজন), শ্রেষ্ঠ অভিনেতা খল চরিত্রে ইরেশ যাকের (ছুঁয়ে দিল মন), শ্রেষ্ঠ শিশুশিল্পী যারা যারিব (প্রার্থনা), শিশুশিল্পী শাখায় বিশেষ পুরস্কার প্রমিয়া রহমান (প্রার্থনা), সেরা সংগীত পরিচালক সানী জুবায়ের (অনিল বাগচীর একদিন), শ্রেষ্ঠ গায়ক যুগ্মভাবে সুবীর নন্দী (গান : তোমারে ছাড়িতে বন্ধু, চলচ্চিত্র : মহুয়া সুন্দরী) ও এসআই টুটুল (গান : উথাল পাতাল জোয়ার, চলচ্চিত্র : বাপজানের বায়োস্কোপ); শ্রেষ্ঠ গায়িকা প্রিয়াংকা গোপ (গান : আমার সুখ সে তো, চলচ্চিত্র : অনিল বাগচীর একদিন); শ্রেষ্ঠ গীতিকার আমিরুল ইসলাম (গান উথাল পাতাল জোয়ার, চলচ্চিত্র : বাপজানের বায়োস্কোপ), শ্রেষ্ঠ সুরকার : এস আই টুটুল (গান: উথাল পাতাল জোয়ার, চলচ্চিত্র : বাপজানের বায়োস্কোপ), শ্রেষ্ঠ কাহিনীকার মাসুম রেজা (বাপজানের বায়োস্কোপ), শ্রেষ্ঠ চিত্রনাট্যকার যুগ্মভাবে মাসুম রেজা (বাপজানের বায়োস্কোপ) ও মো. রিয়াজুল মওলা রিজু (বাপজানের বায়োস্কোপ), শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হুমায়ূন আহমেদ (অনিল বাগচীর একদিন), শ্রেষ্ঠ সম্পাদক মেহেদী রনি (বাপজানের বায়োস্কোপ), শ্রেষ্ঠ শিল্প নির্দেশক সামুরাই মারুফ (জিরো ডিগ্রি), শ্রেষ্ঠ চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান (পদ্ম পাতার জল), শ্রেষ্ঠ শব্দগ্রাহক রতন কুমার পাল (জিরো ডিগ্রি), শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা মুসকান সুমাইকা (পদ্ম পাতার জল) এবং শ্রেষ্ঠ মেক আপম্যান শফিক (জালালের গল্প)।