চমক দেখালেন মৌলভীবাজারে পরিবহন শ্রমিক নেতা শামীম
- আপডেটের সময় : ০৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০১৯
- / ৭৬২ টাইম ভিউ
স্টাফ রিপোর্টার ঃ মৌলভীবাজারে পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি নং চট্র ১২২৩) ত্রি বার্ষিক নির্বাচন চমক দেখালেন কুলাউড়ার শ্রমিক নেতা মোঃ সামছুল আলম শামীম ।
দিনভর গুরি গুরি বৃষ্টি আর ভোটারদের দীর্ঘ অপেক্ষা শেষে উৎসবমূখর পরিবেশে সর্ববৃহত শ্রমিক সংগঠন মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
তাদের মধ্যে কার্যকরি পরিষদের ২য় সর্বচ্চ ভোট পেয়ে সহ -সাধারন সম্পাদক পদে হরীন প্রতীক নিয়ে ১৮১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কুলাউড়ার পৌরসভার বাসিন্দা মরহুম শেখ কালা মিযার ৩য় ছেলে মোঃ সামছুল আলম শামীম।
নির্বাচনে জেলার সর্বমোট ৪টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন হয়েছে, প্রাপ্ত ফলাফল অনুযায়ী সভাপতি পদে আনারস মার্কা প্রতীক নিয়ে মোঃ ফজলুল আহমেদ ১৯৪৮ ভোট পেয়ে নির্বাচিত ও সাধারণ সম্পাদক পদে মই মার্কা প্রতীক নিয়ে ১৪৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ছালেহ আহমদ।
নির্বাচনে কার্যকরি পরিষদের মোট ১৯টি পদের মধ্যে ৯টি পদে ইতি মধ্যে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হওয়ায় সভাপতি-সাধারণ সম্পাদক -সহ সভাপতি – সহ- সাধারণ সম্পাদক সহ মোট ১০টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচিত সহ -সাধারণ সম্পাদক শামীম বলেন আমি মৌলভীবাজার জেলার সকল ভোটার ও শ্রমিকদের কাছে কৃতজ্ঞ, তারা আমাকে সর্বচ্চ সম্মান দিয়েছেন।