কুয়েত বিএনপি’র সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক মৃত্যুতে দোয়া মাহফিল
- আপডেটের সময় : ১১:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২০
- / ৭১৭ টাইম ভিউ
কুয়েত থেকে : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুয়েত রাজ্য শাখার সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির মায়মুন এর মৃত্যতে দোয়া মাহফিল করা হয় গতকাল শনিবার রাত ৯ টায় সিটিস্হ হোটেল রাজধানীতে ।
আহবায়ক মাষ্টার নুরুল ইসলাম এর সভাপতিত্বে ও সদস্য সচিব আলহাজ মো: শওকত আলী ও সোয়েব আহমেদ এর সন্চালনায় দোয়া পরিচালনা করেন ফেরদাউস খাঁন ,
মরহুম হুমায়ুন কবির মায়মুনের স্হৃতিচারন করে কনফারেন্স কলের মাধ্যমে আলোচনা করেন মধ্যে প্রাচ্য বিএনপির সমন্বয়ক – সৌদিআরব বিএনপির সভাপতি ও কার্যনির্বাহী কমিটির সদস্য আহমেদ আলী মুকিব । উনি বলেন ছাত্রদল থেকে শুরু করে প্রবাসে প্রায় ২৮ বছর দলের যেভাবে শ্রম দিয়ে গেছেন, এই দুংসময় এমন একজন নেতাকে হারিয়ে দলের যে ক্ষতি হলো প্রবাসে তা পুরন হবার নয় ।
কুয়েত বিএনপির নেতৃবন্দরা স্হৃতিচারন করতে গিয়ে অনেকেই আবেগআপ্লুত হয়ে বলেন হুমায়ুন কবির মায়মুন দলকে সুসংগঠিত করতে সবসময় কাজ করেছেন , এমন নেতা এই প্রবাসে আর পাওয়া যাবে কি না সন্দেহ আছে ।
পরিশেষে উনার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয় ।
আহবায়ক কমিটির সদস্যবৃন্দসহ সহযোগি সংগঠন ও অংগসংগঠনের নেতৃবন্দরা সহ কুয়েতের বিভিন্ন রাজনৈতিক – সামাজিক সংগঠনে নেতৃবন্দরা ছিলেন ।