কমলগঞ্জ নির্বাচন অফিস পরিদর্শনে নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম
- আপডেটের সময় : ১০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জানুয়ারী ২০১৯
- / ১৮৪৭ টাইম ভিউ
দেশদিগন্ত নিউজ ডেস্ক: কমলগঞ্জ উপজেলা নির্বাচন অফিস পরিদর্শণ করেন নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম। মঙ্গলবার ৮ জানুয়ারি বিকাল ৩টায় তিনি কমলগঞ্জ উপজেলা নির্বাচন অফিস পরিদর্শণ করেন।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গত ৬ জানুয়ারি গোয়াইন ঘাট উপজেলা নির্বাচন অফিস পরিদর্শণ করেন নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম। পর্যায়ক্রমে তিনি ৭ জানুয়ারি সোমবার মৌলভীবাজারের বড়লেখা নির্বাচন অফিস পরিদর্শণ শেষে মঙ্গলবার ৮ জানুয়ারি) সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলা নির্বাচন অফিস পরিদর্শন শেষে বিকাল ৩টায় তিনি কমলগঞ্জ উপজেলা নির্বাচন অফিস পরিদর্শন করেন।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক নির্বাচন কমিশনার বেগম কবিতা খানমের কমলগঞ্জে নির্বাচন অফিস পরিদর্শনের সত্যতা নিশ্চিত করে বলেন বিকাল ৫টায় তিনি মৌলভীবাজার সদর হয়ে সরকারি গাড়ি যোগে ঢাকায় ফিরে যান।