এবার জুটি বাঁধলেন সানিয়া মির্জা ও ফারহান
- আপডেটের সময় : ০৪:১৭ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০১৭
- / ১২৩৩ টাইম ভিউ
একজন ক্রীড়া জগতের মানুষ, আরেকজন ফিল্মি পাড়ার। দুজনে দুই অঙ্গনের হলেও এবার এক সঙ্গে জুটি বাঁধলেন তারা। বলছিলাম সানিয়া মির্জা ও ফারহান আখতারের কথা। যদিও বলিউডের অনেক তারকার সঙ্গেই বেশ ভালো বোঝাপড়া রয়েছে সানিয়া মির্জার। তবে এদের মধ্যে বহুগুণের অধিকারী ফারহান আখতারের সঙ্গে একটি ক্যাম্পেইনে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের এই তারকা ক্রীড়াবিদ।
ফারহান যে লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে প্রচারণা চালাতে এমএআরডি (ম্যান এগেইন্সট রেপ অ্যান্ড ডিস্ক্রিমিনেশন) নামের একটি ক্যাম্পেইন শুরু করেছেন, এটা তো সবারই জানা। এ ক্যাম্পেইনের একটি অংশ ‘বাস, আব বহুত হোগেয়া’ (ব্যস, এবার অনেক হয়েছে)-এর জন্য একটি ভিডিও তৈরিতে অংশগ্রহণ করেছেন সানিয়া।
বাবা ইমরান মির্জার সঙ্গে মিলে ভিডিওটির ধারণকাজে অংশ নেন সানিয়া। তিনি জানিয়েছেন, ভিডিওটি মূলত বাবা-মেয়ের সম্পর্ক নিয়ে তৈরি এবং এটি তাদের উদ্দেশে বানানো, যারা মেয়েদের জন্ম অভিশাপ বলে মনে করে। ভিডিওতে সানিয়া ও তার বোন আনামের বাস্তবিক জীবনের সম্পর্কও ফুটে উঠেছে, পাশাপাশি তাদের দুজনের জীবনেই তাদের মায়ের ভূমিকাটা কত বড়— সেটাও দেখানো হয়েছে।
সানিয়া নিজেও লিঙ্গ বৈষম্যের কারণে একাধিকবার সমালোচনার শিকার হয়েছেন। লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ব্যাপারে প্রত্যয়ী সানিয়া জানান, মেয়েদের বিরুদ্ধে এসব কুসংস্কার ও সহিংসতা একেবারে বন্ধ করতে হবে। আশিষ সোহনী পরিচালিত এ ভিডিওটি মুক্তি পাবে সানিয়ার বাবার জন্মদিনে (১৮ জুন), অর্থাৎ আজ।
সূত্র: হিন্দুস্থান টাইমস