এডিশনাল আইজিপি হলেন হাওরপারের সন্তান মামুন
- আপডেটের সময় : ০৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০১৯
- / ৭৫২ টাইম ভিউ
দেশদিগন্ত নিউজ ডেস্কঃ সুনামগঞ্জের শাল্লা উপজেলার হাওরপারের সন্তান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম, পিপিএম বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (এডিশনাল আইজিপি) হিসেবে পদোন্নতি পেয়েছেন।
বৃহস্পতিবার বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারীকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এ পদোন্নতি দেয়া হয়। তিনি বাংলাদেশ পুলিশ ঢাকা রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্বাধীনতা পরবর্তী সময়ে সুনামগঞ্জ জেলার ছাতক শহরের কালিবাড়ির কৃতিসন্তান প্রয়াত ফণি ভূষণ চৌধুরী বাংলাদেশ পুলিশ এর অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (এডিশনাল আইজিপি) হিসেবে অবসর গ্রহণ করেন। এরপর দীর্ঘ বিরতি দিয়ে সুনামগঞ্জ শাল্লা উপজেলার শ্রীহাইল গ্রামের আরেক কৃতিসন্তান চৌধুরী আবদুল্লাহ আল মামুন বাংলাদেশ পুলিশ এর অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (এডিশনাল আইজিপি) হিসেবে পদোন্নতি পেলেন।
এদিকে তাঁর এ পদোন্নতির কারণে সুনামগঞ্জজুড়ে আনন্দের বন্যা দেখা দিয়েছে। তাঁর এ পদোন্নতি অনেকে সততার এক অনন্য দৃষ্টান্ত বলেও অবিহিত করছেন।