হাজীপুর সোসাইটি কুলাউড়ার সভাপতি মেজর (অবঃ)নুরুল মান্নানের ঈদ শুভেচ্ছা।
সোমবার, ১২ আগস্ট ২০১৯ |
১২:৪০ পূর্বাহ্ণ | 284 বার
দেশদিগন্ত নিউজ ডেস্কঃ লাব্বাইকা আল্লাহুমা লাব্বাইক ধ্বনিতে যখন আরাফাতের ময়দান প্রকম্পিত ঠিক তখনি আমাদের হাজীপুর জনপদে ঈদের আনন্দের সাথে মিশে আছে নদী ভাঙ্গনের কষ্ট, একটি নদী তার চলার পথে জনপদ গড়ে তুলে, জীবন দিয়ে চলে। আমাদের নদীগুলো অজানা কারণে দুঃখ বাড়িয়ে দেয়, ঈদের মহান আত্বত্যাগের সাথে সংশ্লিষ্ট মহলের সবাই যেন নদীগুলোকে সম্পদে পরিনত করতে পারেন তার জন্য পরিশ্রম করে যাবেন এই অনুরোধ জানাই। হাজীপুর সোসাইটি কুলাউড়ার পক্ষ থেকে দেশের এবং প্রবাসের সবাইকে জানাই ঈদ শুভেচ্ছা।
comments