আপডেট

x


সালমানের বিপরীতে সিনেমায় অভিষেক মানুষীর?

শুক্রবার, ০১ ডিসেম্বর ২০১৭ | ৮:৪১ অপরাহ্ণ | 1123 বার

সালমানের বিপরীতে সিনেমায় অভিষেক মানুষীর?

বলিউড চকলেট বয় সালমান খানের বিপরীতে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে মিস ওয়ার্ল্ড মানুষী চিল্লারের- এমনটাই গুঞ্জন উঠেছে। সালমানের ফিল্ম প্রোডাকশনের পক্ষ থেকেই নাকি বলিউডে অভিষেক করানো হবে মানুষীকে। সম্প্রতি বলিউডলাইফ.কম এক খবরে এমনটাই জানিয়েছে। তবে ছবিতে মানুষীর বিপরীতে সালমানকে দেখা যাবে, নাকি অন্য কোনো অভিনেতাকে নেওয়া হচ্ছে- সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।
ক্যাটরিনা কাইফ থেকে শুরু করে জারিন খান, ডেইজি শাহ, আথিয়া শেঠি, সুরজ পাঞ্চলি- এমন একাধিক নতুন মুখের বলিউড পর্দায় অভিষেক সালমানের হাত ধরে। মানুষীর ক্ষেত্রেও কি সেটাই হবে?
মিস ওয়ার্ল্ডের মুকুট পরার পর কেবলই ভারতে ফিরেছেন দেশটির হরিয়ানা রাজ্যের মেয়ে মানুষী চিল্লার। এরপর তিনি জানিয়েছেন, এখনও চিকিৎসা পেশায়ই বেশি আগ্রহ তার। তবে সুযোগ পেলে মিস্টার পারফেকশনিস্ট আমির খানের সঙ্গে অভিনয়ের আগ্রহ আছে। নিজের পছন্দের নায়িকার নামটি জানাতেও ভোলেননি মানুষী। তিনি হলেন সাবেক বিশ্ব সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া।



মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com