সাংবাদিকরা হচ্ছেন তৃতীয় চোখ-এসপি ফারুক আহমদ
- আপডেটের সময় : ০৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০১৯
- / ৪২৮ টাইম ভিউ
দেশদিগন্ত নিউজ ডেস্কঃ নবাগত পুলিশ সুপার ফারুক আহমদ ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময়ে বলেছেন, সাংবাদিকরা হচ্ছেন সমাজের তৃতীয় চোখ। আমি মৌলভীবাজার জেলার মানুষের মনোভাব জেনে এসেছি। এখানের আইন শূংখলা পরিস্থিতি অনেক ভালো।
সাংবাদিকদের ব্যাপারে তিনি বলেন, আপনারা সমাজের প্রান্ত লেভেলে কাজ করেন। যদিও আমরা কাজ করছি। আমি ভালো কিছু করে যেতে পারলে আমাকে স্মরণ করবেন। সফলতা ব্যর্থতা সকল কিছু আল্লাহর কাছে। জেলার উন্নয়নে শতভাগ কাজ করে যাব। জেলা পুলিশের মাধ্যমে কোন মানুষ যেন হয়রারি না হয় সে ব্যাপারে কাজ করব।
তিনি বলেন, যৌন হয়রানি ও মাদক নিয়ে কাজ করব। থানাগুলো হবে জনবান্ধব। এসময় তিনি বলেন, সাংবাদিকরা হচ্ছেন সাবানের মত, যা চোখে দিলে জ্বলে এবং গায়ে দিলে পরিষ্কার হয়।
সাংবাদিকরা এসময় নবাগত পুলিশ সুপারের উদ্দেশ্যে বলেন, আইন শূংখলা রক্ষায় আপনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। আপনি সাংবাদিকদের সংবাদ সংগ্রহের ক্ষেত্রে সহযোগীতা করবেন। এবং শান্তি শূংখলা রক্ষায় মৌলভীবাজারে আরো উন্নতি করবেন।
মঙ্গলবার ৩০ জুলাই দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে নবাগত পুলিশ সুপার মারুফ আহমদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আনোয়ারুল হক, বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার সারোয়ার আলম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম, সিলেট বিভাগের প্রবীণ সাংবাদিক ও চ্যানেল আই প্রতিনিধি এম এ সালাম, মৌলভীবাজার প্রেসক্লাব সভাপতি আব্দুল হামিদ মাহবুব, সহ সভাপতি সৈয়দ মহসীন পারভেজ, সাধারণ সম্পাদক সালেহ এলাহি কুটি, সাবেক সাধারণ সম্পাদক ও এনটিভির স্টাফ রিপোর্টার এস এম উমেদ আলী, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম মুহিব, দীপ্ত টেলিভিশন প্রতিনিধি বকসি মিছবাহ উর রহমান, ইমজা মৌলভীবাজারের সভাপতি শাহ অলিদুর রহমান, সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, ৭১ টেলিভিশনের আহমেদ ফারুক মিল্লাদ,দৈনিক খবরপত্রের শ.ই সরকার জবলু, মাছরাঙা টেলিভিশনের তমাল ফেরদৌস দুলাল, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার ইমাদ উদ-দীন, দৈনিক মৌমাছি কন্ঠের সম্পাদক শেখ সিরাজুল ইসলাম সিরাজ, ডিবিসি টেলিভিশনের পান্না দত্ত, বিটিভির হাসনাত কামাল, মৌলভীবাজার টোয়েন্টিফোর ডটকমের মাহবুবুর রহমান রাহেল, যমুনা টেলিভিশনের আহমেদ আফরোজ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আব্দুর রব, দৈনিক যুগান্তরের হোসাইন, বাংলা ট্রিবিউনের সাইফুল ইসলাম, এডভোকেট আনোয়ারুল ইসলাম, আব্দুল কাইয়ুম, চ্যানেল আইয়ের ক্যামেরা পার্সন জুলফিকার আলি ভুট্টো, এনটিভির ক্যামেরা পার্সন মনজু বিজয় চৌধুরী, বিটিভির ক্যামেরা পার্সন মো. আমির, দৈনিক জাগরণের আশরাফ আলী, প্রতিদিনের সংবাদের ওমর ফারুক নাঈম, সরেজমিন বার্তার তানভীর আঞ্জুম আরিফ।