শাকিবের নায়িকা মিষ্টি জান্নাত
- আপডেটের সময় : ০৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০১৭
- / ১৬৭৮ টাইম ভিউ
তরুণ প্রজন্মের আলোচিত নায়িকা মিষ্টি জান্নাত এবার দেশের শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে জুটি হচ্ছেন। ছবির নাম ‘আমি নেতা হব’। পরিচালনা করবেন উত্তম আকাশ। শাপলা মিডিয়ার ব্যানারে ছবিটি নির্মিত হবে। মিষ্টি জান্নাত বলেন, ‘রোমান্টিক ও দেশপ্রেমমূলক কাহিনি নিয়ে এ ছবির গল্প আবর্তিত হয়েছে। অচিরেই এর শুটিং শুরু হবে। ঢাকার পাশাপাশি বিদেশেও এ ছবির শুটিং হবার কথা রয়েছে’।
এ ছবির মাধ্যমে শাকিবের নায়িকা হিসেবে প্রথমবার কাজ করবেন মিষ্টি। তিনি বলেন, শাকিব ভাই আমার পছন্দের নায়ক। একসঙ্গে কাজ করতে পারব বলে খুব ভালো লাগছে। আশা করছি তার বিপরীতে জুটি হিসেবে দর্শকরা আমাকে ভালোভাবে গ্রহণ করবেন’। মিষ্টি জান্নাতের হাতে এখন ‘আমার প্রেম তুমি’, ‘রংবাজ খিলাড়ি’ (ভোজপুরি ছবি), ‘মিষ্টি জান্নাত’সহ বেশ কিছু ছবির কাজ রয়েছে। এ নায়িকা অভিনীত ‘লাভ স্টেশন’, ‘চিনিবিবি’ ও ‘তুই আমার’ নামে তিনটি ছবি মুক্তি পেয়েছে।