আপডেট

x


রুমির দর্শনে উজ্জ্বল জ্যাকলিন

মঙ্গলবার, ০৭ নভেম্বর ২০১৭ | ২:৪৮ অপরাহ্ণ | 1155 বার

রুমির দর্শনে উজ্জ্বল জ্যাকলিন

মিস ইউনিভার্স শ্রীলংকা জ্যাকলিন ফার্নান্ডেজ বলিউডে পা রেখেই বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। ‘মার্ডার টু’ খ্যাত অভিনেত্রী বিভিন্ন সোশ্যাল মাধ্যমে নিজেকে উপস্থাপন করতে পছন্দ করেন।এবার ইন্সটাগ্রামে এক ভিডিওতে নিজের পিয়ানো বাজানোর দক্ষতা প্রদর্শন করলেন এ অভিনেত্রী। পিয়ানো বাজাতে তিনি দারুণ পারদর্শী না দেখলে বিশ্বাস করার মতো নয়।

এছাড়াও আরো একটি বিষয় জানা গেলো তার ওই পোস্ট থেকে। আর তা হলো পারস্যের কবি রুমির ভীষণ ভক্ত তিনি।ক্যাপশনে জীবন বোধ নিয়ে কিছু দার্শনিক কথাও লিখেছেন তিনি। তার মতে, অন্তরের প্রশান্তি দিকে গুরুত্ব দেয়া দরকার। তাহলেই শান্তি এবং সাফল্যে আসবে। জ্যাকলিন ফার্নান্ডেজ পারস্যের কবি রুমিকে উদ্ধৃতি করে লিখেছেন, যখন আমি কোনো কিছুর পেছনে ছুটি, আমি চাই আমার দিনগুলো হয়ে ওঠুক উদ্বেগের প্রজ্বলন। যখন আমি নিজের মধ্যে থাকি, আমি যা চাই তাই পাই। আর এটা থেকেই বুঝি আমি যা চাই তাইই আমাকে চায়। কেননা আত্মিক শান্তিই একমাত্র শান্তি।সত্যি যেন তাই। পিয়ানো বাজানো অবস্থায় জ্যাকলিন কোথায় যেন হারিয়ে যাচ্ছিলেন। যা শুধু তিনি নিজেই জানেন। রুমির দর্শনে দারুণ উজ্জ্বল জ্যাকলিন। কর্মের মাধ্যমেই জয় করে চলেছেন মানুষের ভালোবাসা। সবশেষ তাকে ‘জুড়ওয়া টু’ ছবিতে দেখা গেছে। এতে আরো অভিনয় করেছেন বরুণ ও তাপসী পান্নু।টাইমস অব ইন্ডিয়া



মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com