ঢাকা , রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
আপডেট :
১৭ বছর পর দেশে প্রত্যাবর্তন লন্ডন বিএনপি নেতা শরফুকে শ্রীমঙ্গলে গণ সংবর্ধনা ইতালির মানতোভা শহরে দুইদিনব্যাপী দূতাবাস সেবা অনুষ্ঠিত ,প্রায় আট শতাধিক প্রবাসীরা এই ক্যাম্প থেকে দূতাবাস সেবা গ্রহণ করেন ইতালিতে এমপি প্রার্থী প্রফেসর ডা: সরকার মাহবুব আহমেদ শামীম কে চাঁদপুরবাসীর সংবর্ধনা দেশে ফিরছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্হায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হান্নানের মৃত্যুতে দোয়া অনুষ্ঠিত কুলাউড়া বিএনপির ১৩ ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষনা, সমন্বয়কদের দায়িত্ব বন্টন কুলাউড়ায় রাজাপুরে বালু উত্তোলন বন্ধ ও সেতু রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত উৎসবমুখর পরিবেশে ইতালির তরিনোতে সিলেট বিভাগ ঐক্য পরিষদের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন মৌলভীবাজারের কুলাউড়ায় ছাত্রশিবিরের নববর্ষ প্রকাশনা উৎসব পর্তুগালে মানবিক সেচ্ছাসেবী সংগঠন “সদিচ্ছা ফাউন্ডেশন” এর লোগো সম্বলিত টি শার্ট উন্মোচন

যুগল ভ্রমণ!

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : ০৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০১৭
  • / ১৪৯২ টাইম ভিউ

আপনি খুব ঘুরে বেড়াতে ভালোবাসেন। কিন্তু আপনার সঙ্গীটি যদি হয় ঠিক তার উল্টো? কেন আপনি নানান জায়গায় ঘুরে বেড়ান, কিসে আপনার ভালো লাগা, কিসের টানে ছুটে যান ক’দিন পর পর এই বোঝাতে বোঝাতেই হয়ত কেটে যাবে অনেক সময়। পরস্পরের চাহিদার অমিলের কারণে বাড়বে মনোমালিন্য, ভুল বোঝাবুঝি। তার চেয়ে আপনার কেমন হয় আপনার সঙ্গী যদি হয় ভ্রমণ সঙ্গী? একসাথে ভ্রমণ শুরুর আগে ঠিক করে নিন কিছু বিষয়-   পরস্পরের পছন্দ জেনে নিন আপনি হয়ত পাহাড় ভালোবাসেন। কিন্তু আপনার সঙ্গীটি ভালোবাসেন বনের গহীনের রহস্য। আপনি ভালোবাসেন সমুদ্রের বিশালতা কিন্তু তার পছন্দ স্থাপত্যের অভিনব কারুকাজ। সবাই একই বস্তু থেকে আনন্দ পায় না। টা দোষের কিছু নয়। আগে থেকেই নিজের পছন্দ জানান। তার পছন্দকেও গুরুত্ব দিন।   দায়িত্ব ভ্রমণের সাথে জড়িয়ে থাকে অনেকগুলো কাজ। এগুলো ভাগ করে নিন। কে টিকেট কাটবে, কোন খরচটা কে দেবে, অফিসের ছুটি কিভাবে ম্যানেজ হবে এমন প্রতিটি বিষয় আগে থেকে ভাগ করে নিন। এতে কারও ওপর বাড়তি চাপ তৈরি হবে না।   ব্যক্তিগত সময়ের মূল্য আপনারা যুগল হলেও দু’জন আলাদা ব্যক্তি। তাই নিজস্ব সময়ের প্রয়োজন হতেই পারে। একসাথে ঘুরতে যেয়ে একজন অপরজনকে নিজের পছন্দমতো পরিচালনা করতে চাওয়ার মানসিকতা আপনার পুরো ভ্রমণের স্বাদটাই নষ্ট করে দিতে পারে। নিয়মের গন্ডি তো এই ব্যস্ত জীবনে আছেই। ভ্রমণটাকে রাখুন সব নিয়মের বাইরে।   একই গতিতে চলুন আপনার সঙ্গী আপনার মতো দ্রুতগামী নাও হতে পারে। সে হতে পারে আরামপ্রিয়! হয়ত অনেক ছবি তুলতে ভালোবাসেন তিনি, আপনি বাসেন না। এমন অনেক ছোটখাট অমিল থাকতে পারে আপনাদের। কোনভাবেই সঙ্গীকে হীনমন্যতায় না ফেলে তাকে সাহস দিন, উৎসাহ দিন। নিজের অযৌক্তিক বিরক্তিগুলোকে ২য় বার মিলিয়ে দেখুন। তাকেও বুঝিয়ে বলুন।   রাগ বয়ে বেড়াবেন না মনে রাখবেন, দৈনন্দিন জীবন সবসময়ের। আর ভ্রমণ স্বল্প সময়ের। এই স্বল্প সময় বাকি সময়ের আনন্দের খোঁড়াক। তাই এই সময়টাকে নষ্ট করবেন না। ঝটপট রাগ মিটিয়ে ফেলুন। তার জন্য প্রয়োজনে কিছু বিষয় ছাড় দিন।

পোস্ট শেয়ার করুন

যুগল ভ্রমণ!

আপডেটের সময় : ০৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০১৭

আপনি খুব ঘুরে বেড়াতে ভালোবাসেন। কিন্তু আপনার সঙ্গীটি যদি হয় ঠিক তার উল্টো? কেন আপনি নানান জায়গায় ঘুরে বেড়ান, কিসে আপনার ভালো লাগা, কিসের টানে ছুটে যান ক’দিন পর পর এই বোঝাতে বোঝাতেই হয়ত কেটে যাবে অনেক সময়। পরস্পরের চাহিদার অমিলের কারণে বাড়বে মনোমালিন্য, ভুল বোঝাবুঝি। তার চেয়ে আপনার কেমন হয় আপনার সঙ্গী যদি হয় ভ্রমণ সঙ্গী? একসাথে ভ্রমণ শুরুর আগে ঠিক করে নিন কিছু বিষয়-   পরস্পরের পছন্দ জেনে নিন আপনি হয়ত পাহাড় ভালোবাসেন। কিন্তু আপনার সঙ্গীটি ভালোবাসেন বনের গহীনের রহস্য। আপনি ভালোবাসেন সমুদ্রের বিশালতা কিন্তু তার পছন্দ স্থাপত্যের অভিনব কারুকাজ। সবাই একই বস্তু থেকে আনন্দ পায় না। টা দোষের কিছু নয়। আগে থেকেই নিজের পছন্দ জানান। তার পছন্দকেও গুরুত্ব দিন।   দায়িত্ব ভ্রমণের সাথে জড়িয়ে থাকে অনেকগুলো কাজ। এগুলো ভাগ করে নিন। কে টিকেট কাটবে, কোন খরচটা কে দেবে, অফিসের ছুটি কিভাবে ম্যানেজ হবে এমন প্রতিটি বিষয় আগে থেকে ভাগ করে নিন। এতে কারও ওপর বাড়তি চাপ তৈরি হবে না।   ব্যক্তিগত সময়ের মূল্য আপনারা যুগল হলেও দু’জন আলাদা ব্যক্তি। তাই নিজস্ব সময়ের প্রয়োজন হতেই পারে। একসাথে ঘুরতে যেয়ে একজন অপরজনকে নিজের পছন্দমতো পরিচালনা করতে চাওয়ার মানসিকতা আপনার পুরো ভ্রমণের স্বাদটাই নষ্ট করে দিতে পারে। নিয়মের গন্ডি তো এই ব্যস্ত জীবনে আছেই। ভ্রমণটাকে রাখুন সব নিয়মের বাইরে।   একই গতিতে চলুন আপনার সঙ্গী আপনার মতো দ্রুতগামী নাও হতে পারে। সে হতে পারে আরামপ্রিয়! হয়ত অনেক ছবি তুলতে ভালোবাসেন তিনি, আপনি বাসেন না। এমন অনেক ছোটখাট অমিল থাকতে পারে আপনাদের। কোনভাবেই সঙ্গীকে হীনমন্যতায় না ফেলে তাকে সাহস দিন, উৎসাহ দিন। নিজের অযৌক্তিক বিরক্তিগুলোকে ২য় বার মিলিয়ে দেখুন। তাকেও বুঝিয়ে বলুন।   রাগ বয়ে বেড়াবেন না মনে রাখবেন, দৈনন্দিন জীবন সবসময়ের। আর ভ্রমণ স্বল্প সময়ের। এই স্বল্প সময় বাকি সময়ের আনন্দের খোঁড়াক। তাই এই সময়টাকে নষ্ট করবেন না। ঝটপট রাগ মিটিয়ে ফেলুন। তার জন্য প্রয়োজনে কিছু বিষয় ছাড় দিন।