আপডেট

x


মৌলভীবাজার এসোসিয়েশন, টরন্টো, কানাডার অর্থায়নে কমলগঞ্জ পতনউষার ইউনিয়নে ত্রান বিতরণ

শনিবার, ০৫ অক্টোবর ২০১৯ | ৭:২৯ অপরাহ্ণ | 556 বার

মৌলভীবাজার এসোসিয়েশন, টরন্টো, কানাডার অর্থায়নে কমলগঞ্জ পতনউষার ইউনিয়নে ত্রান বিতরণ

দেশদিগন্ত নিউজ ডেস্কঃ মৌলভীবাজার জেলার কমলগঞ্জ পতনউষার ইউনিয়ন পরিষদে মৌলভীবাজার এসোসিয়েশন টরন্টো কানাডার অর্থায়নে ও হাজীপুর সোসাইটি কুলাউড়ার সার্বিক তত্তাবধানে কানাডা থেকে প্রকাশিত জালালাবাদ বার্তার সহযোগিতায় পতনউষার ইউনিয়নের বিভিন্ন গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্থ ৭৫টি পরিবারের মধ্যে ত্রান বিতরণ করা হয়েছে।

033



আজ ৫ অক্টোবর (শনিবার) দুপুর ১২টায় পতনউষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তৌফিক আহমদ বাবুর সভাপতিত্বে এবং হাজীপুর সোসাইটির সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মিজানুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাজীপুর সোসাইটি কুলাউড়ার সভাপতি মেজর অবঃ নূরুল মান্নান চৌধুরী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পতনউষার উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রিন্সিপাল মোঃ ফয়েজ আহমদ, হাজীপুর সোসাইটি কুলা্উড়ার সহ-সাধারণ সম্পাদক গাজী জাবের আহমদ, হাজীপুর সোসাইটি কুলাউড়ার অর্থ সম্পাদক এ কে সামছু, হাজীপুর সোসাইটি কুলাউড়ার প্রচার সম্পাদক সাংবাদিক ছয়ফুল আলম সাইফুল, কার্যনির্বাহী সদস্য আব্দুস ছামাদ, বিশিষ্ট সমাজ সেবক লোকমান আহমদ, ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য করতে পারেন...

comments

deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com