মৌলভীবাজারে ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে তিন দিনব্যাপী কর্মশালা সমাপ্ত
- আপডেটের সময় : ০২:২৭ অপরাহ্ন, বুধবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৯
- / ১০৮১ টাইম ভিউ
মৌলভীবাজার জেলায় ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে তিন দিনব্যাপী কর্মশালা শেষ হয়েছে। সোমবার ২৫ ফেব্রুয়ারি বিকেলে সার্কিট হাউজ হল রুমে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট তথ্য মন্ত্রণালয়ের আয়োজনে “নবজাতক শিশু ও নারী স্বাস্থ্য উন্নয়নে সচেতনতামুলক যোগাযোগ কার্যক্রম প্রকল্পের” আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রসাশক মোঃ তোফায়েল ইসলাম। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ প্রকৌশল) মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সির্ভিল সার্জন মোঃ শাহজান কবির চৌধুরী, প্রেসক্লাবে সভাপতি আবদুল হামিদ মাহবুব। কর্মশালায় মোট ৩১ জন ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক অংশ নেন।
উপস্থিত ছিলেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের সহকারী পরিচালক মোহাম্মদ আজহারুল হক, সহকারী পরিচালক মোঃ আবুজার গাফারী, সমন্বয়কারী জেলা তথ্য অফিসার কাজী ওমর খৈয়াম।
পরে জেলা প্রশাসক অংগ্রহনকারী ও নবজাতকের স্বাস্থ্য নিয়ে পূর্ণাঙ্গ টিভি রিপোর্টে প্রথম স্থান অধিকারী ‘মনু দলকে’ সার্টিফিকেট এবং প্রথম পুরষ্কার তোলে দেন।