দেশদিগন্ত নিউজ ডেস্কঃ শনিবার রাতে সেবা ফাউন্ডেশনে থাকা অবস্থায় ডিম পাড়ে অজগরটি। সাপটির শরীরের ফাঁক দিয়ে একটি ডিমের প্রায় পুরোটাই দেখা যায়। অজগরটি মাঝেমধ্যে একটু নড়াচড়া করলে আরও দুটি ডিমের খানিকটা দেখা যায়। ডিমগুলোর রং সাদা। রাজহাঁসের ডিমের মতো এর আকৃতি। খাঁচার ভেতরে সঙ্গী পুরুষ অজগরটি পাশে থেকে সতর্ক পাহারা দিচ্ছে।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, শনিবার রাতে অজগরটি ডিম দেওয়া শুরু করে। ডিম পাড়ার সাথে সাথে অজগরটি নিজেকে বৃত্তাকারে গুটিয়ে নেয়। তিনি জানান, এর আগে ওই অজগরটি প্রথম ২০০২ সালের মে মাসে ৩২টি ডিম পেড়েছিল।
ডিম পাড়ার ৫৯ দিন পর ২৮টি বাচ্চা ফুটেছিল। ২০০৪ সালের ১৩ মে ৩৮টি ডিম দেয়। সেবার ৬০ দিন পর বাচ্চা ফুটেছিল ৩২টি। সর্বশেষ ২০১১ সালের মে মাসে ৩০টি ডিম দেয়।
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com