দেশদিগন্ত নিউজ ডেস্ক: বই বা পত্র-পত্রিকা সংগ্রহের সমাহার বসানোর নেশা অনেকেরই। আর এটা সম্ভব হয় বেশির ভাগই সৌখিন বা অর্থনৈতিভাবে সচ্ছল মানুষ দিয়ে। কিন্তু সেটা যদি হয় নানা টানাপোড়েনের সংসারের একজন দরিদ্র মানুষ দিয়ে, তাহলে সত্যিই বিষয়টি আবাক হওয়ার। আর এমনই জানা গেছে- ময়মনসিংহের সংবাদপত্রপ্রেমী ব্যক্তি মোসলেহ উদ্দীন ওরফে মোসলেমকে নিয়ে। তিনি প্রায় ৫৯ বছর ধরে নিরলসভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ পত্রিকা থেকে রিপোর্ট বা ফিচার কেটে কেটে সংগ্রহ করে এসেছেন। হাজার হাজার ইংরেজি অথবা বাংলা ভাষার সংবাদপত্রসহ, পত্রিকায় দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ নেতাদের কথা, প্রত্যেক বছরের জাতীয় ও আন্তর্জাতিক দিবস সংখ্যা, সমাজ, সংস্কৃতি, ইতিহাস, বিজ্ঞান, কৃষি, স্বাস্থ্য, ধর্ম, রকমারি ও বিভিন্ন তথ্য সম্পর্কিত পত্রিকা তারিখ অনুযায়ী সাজিয়ে বিরল সংগ্রহশালা বানিয়েছেন জেলাটির গৌরীপুর উপজেলার বেকারকান্দা গ্রামের মোসলেম।
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com