ঢাকা , শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
আপডেট :
বাংলাদেশে কোটা আন্দোলনে হত্যার প্রতিবাদে পর্তুগালে বিক্ষোভ করেছে বাংলাদেশী প্রবাসীরা প্রিয়জনদের মানসিক রোগ যদি আপনজন বুঝতে না পারেন আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করেছে পর্তুগাল আওয়ামীলীগ যেকোনো প্রচেষ্টা এককভাবে সম্পন্ন করা সম্ভব নয়: দুদক সচিব শ্রীমঙ্গলে দুটি চোরাই মোটরসাইকেল সহ মিল্টন কুমার আটক পর্তুগালের অভিবাসন আইনে ব্যাপক পরিবর্তন পর্তুগাল বিএনপি আহবায়ক কমিটির জুমে জরুরী সভা অনুষ্ঠিত হয় এমপি আনোয়ারুল আজিমকে হত্যার ঘটনায় আটক তিনজন , এতে বাংলাদেশী মানুষ জড়িত:স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকাস্থ ইরান দুতাবাসে রাইসির শোক বইয়ে মির্জা ফখরুলের স্বাক্ষর

মানবতার সেবায় এগিয়ে হাজীপুরের প্রবাসী যুবকরা

হাজীপুর প্রতিনিধি
  • আপডেটের সময় : ০৪:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২০
  • / ৬৪৬ টাইম ভিউ

কুলাউড়া উপজেলার ১০ নং হাজীপুর ইউনিয়নের ইকরামূল মুসলিমিন কে গতকাল পিপিই ও সাবান দিয়ে সেবার আরেক ধাপ এগিয়ে গেলো হাজীপুর ইউনিয়নের উদীয়মান যুবক প্রবাসীরা, হাজীপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের প্রবাসী জয়নাল আবেদিন এর উদ্যোগে ও আহবানে সাঁড়া দিয়ে গতকাল এই টিম কে সামগ্রী প্রদান করা হয় ।
এর আগে তার উদ্যেগেই বিধবা এক নারীকে একটি টিউবয়েল প্রদান করা হয় । বিরল রোগে আক্রান্ত ৬ নং ওয়ার্ডের জহুর আলীকে নগদ অর্থ দান করা হয়েছিলো, পুরানতকির পঙ্গু রুকু মিয়াকে কৃত্রিম পা লাগানোর জন্যও অর্থ প্রদান করা হয় ।

হাজীপুর ইউনিয়ন মানব সেবার ১২ জনকে পিপি দেয়া হয় ,সহযোগিতায় যারা ছিলেন ক্রমান্বয়ে সাহেদুর রহমান, জহিরুল ,নুরুল,আলকাছ, তানভীর,শাহিনুর, আবুল ,সুফান ,সাহেদ ,মদরিছ, মিজান,তারেক ,দিলবর,জহির তেরাপাশা, কামরুল,মিজান ,আতিক, মসুদ ,আকাশ ,দরছ ,আজিজ,ওয়াহিদ সাহিদ ,সামছু ,রুবেল ,বাবুল ,শামীম,পায়েল ,মামুন প্রমুখ ।
এমন কি এলাকায় বিভিন্ন দূর্যোগে সবসময় তার উদ্যোগে আরো প্রবাসীদের আহবান করে থাকে, তার আহবানে সাড়া দিয়ে ইতি মধ্যেই এলাকার অসহায় অনেক হত দরিদ্র পরিবার , অসহায় অসুস্থ রোগীদের সাহায্য সহায়তা প্রদান করে যাচ্ছে।মানবিক ও সামাজিক কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য তার পরিচিত প্রবাসীদের নিয়ে সামাজিক সেবা করে যাচ্ছে ।
এ আয়োজনের উদ্যোগক্তা জয়নাল আবেদিন দেশদিগন্ত কে বলেন –
কুরআনের ভাষায় আমরা আল্লাহর কাছে এর উত্তম প্রতিদানের আশা করি। আমরা চাই আমাদের এলাকার প্রত্যেক মানুষ সুন্দরভাবে জীবন যাপন করে।

আল্লাহ তায়ালা আর্ত মানবতার সেবা ও দান করার কথা কুরআনেও বলেছেন, যে দান করে সে যেনো আল্লাহকে ঋণ দেয়। আল্লাহ তায়ালা বলেন ‘কে আছে, যে আল্লাহকে উত্তম ঋণ দেবে, ফলে তিনি তার জন্য বহু গুণে বাড়িয়ে দেবেন

পোস্ট শেয়ার করুন

মানবতার সেবায় এগিয়ে হাজীপুরের প্রবাসী যুবকরা

আপডেটের সময় : ০৪:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২০

কুলাউড়া উপজেলার ১০ নং হাজীপুর ইউনিয়নের ইকরামূল মুসলিমিন কে গতকাল পিপিই ও সাবান দিয়ে সেবার আরেক ধাপ এগিয়ে গেলো হাজীপুর ইউনিয়নের উদীয়মান যুবক প্রবাসীরা, হাজীপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের প্রবাসী জয়নাল আবেদিন এর উদ্যোগে ও আহবানে সাঁড়া দিয়ে গতকাল এই টিম কে সামগ্রী প্রদান করা হয় ।
এর আগে তার উদ্যেগেই বিধবা এক নারীকে একটি টিউবয়েল প্রদান করা হয় । বিরল রোগে আক্রান্ত ৬ নং ওয়ার্ডের জহুর আলীকে নগদ অর্থ দান করা হয়েছিলো, পুরানতকির পঙ্গু রুকু মিয়াকে কৃত্রিম পা লাগানোর জন্যও অর্থ প্রদান করা হয় ।

হাজীপুর ইউনিয়ন মানব সেবার ১২ জনকে পিপি দেয়া হয় ,সহযোগিতায় যারা ছিলেন ক্রমান্বয়ে সাহেদুর রহমান, জহিরুল ,নুরুল,আলকাছ, তানভীর,শাহিনুর, আবুল ,সুফান ,সাহেদ ,মদরিছ, মিজান,তারেক ,দিলবর,জহির তেরাপাশা, কামরুল,মিজান ,আতিক, মসুদ ,আকাশ ,দরছ ,আজিজ,ওয়াহিদ সাহিদ ,সামছু ,রুবেল ,বাবুল ,শামীম,পায়েল ,মামুন প্রমুখ ।
এমন কি এলাকায় বিভিন্ন দূর্যোগে সবসময় তার উদ্যোগে আরো প্রবাসীদের আহবান করে থাকে, তার আহবানে সাড়া দিয়ে ইতি মধ্যেই এলাকার অসহায় অনেক হত দরিদ্র পরিবার , অসহায় অসুস্থ রোগীদের সাহায্য সহায়তা প্রদান করে যাচ্ছে।মানবিক ও সামাজিক কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য তার পরিচিত প্রবাসীদের নিয়ে সামাজিক সেবা করে যাচ্ছে ।
এ আয়োজনের উদ্যোগক্তা জয়নাল আবেদিন দেশদিগন্ত কে বলেন –
কুরআনের ভাষায় আমরা আল্লাহর কাছে এর উত্তম প্রতিদানের আশা করি। আমরা চাই আমাদের এলাকার প্রত্যেক মানুষ সুন্দরভাবে জীবন যাপন করে।

আল্লাহ তায়ালা আর্ত মানবতার সেবা ও দান করার কথা কুরআনেও বলেছেন, যে দান করে সে যেনো আল্লাহকে ঋণ দেয়। আল্লাহ তায়ালা বলেন ‘কে আছে, যে আল্লাহকে উত্তম ঋণ দেবে, ফলে তিনি তার জন্য বহু গুণে বাড়িয়ে দেবেন