ঢাকা , শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
আপডেট :
লিসবনে আত্মপ্রকাশ হয় সামাজিক সংগঠন “গোলাপগঞ্জ কমিউনিটি কেয়ারর্স পর্তুগাল “ উচ্ছ্বাস আর আনন্দে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখের উদযাপন করেছে পর্তুগাল যথাযথ গাম্ভীর্যের মধ্যে দিয়ে পরিবেশে মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল ফিতর পালন করেছে ভেনিস প্রবাসীরা ভেনিসে বৃহত্তর সিলেট সমিতির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত এক অসুস্থ প্রজন্ম কে সাথি করে এগুচ্ছি আমরা রিডানডেন্ট ক্লোথিং আর মজুর মামার ‘বিশ্বকাপ’ ইউরোপের সবচেয়ে বড় ঈদুল ফিতরের নামাজ পর্তুগালে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য আয়োজনে পর্তুগাল বাংলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন ঈদের কাপড় কিনার জন্য মা’য়ের উপর অভিমান করে মেয়ের আত্মহত্যা লিসবনে বন্ধু মহলের আয়োজনে বিশাল ইফতার ও দোয়া মাহফিল

মানবতার সেবায় এগিয়ে হাজীপুরের প্রবাসী যুবকরা

হাজীপুর প্রতিনিধি
  • আপডেটের সময় : ০৪:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২০
  • / ৬২৩ টাইম ভিউ

কুলাউড়া উপজেলার ১০ নং হাজীপুর ইউনিয়নের ইকরামূল মুসলিমিন কে গতকাল পিপিই ও সাবান দিয়ে সেবার আরেক ধাপ এগিয়ে গেলো হাজীপুর ইউনিয়নের উদীয়মান যুবক প্রবাসীরা, হাজীপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের প্রবাসী জয়নাল আবেদিন এর উদ্যোগে ও আহবানে সাঁড়া দিয়ে গতকাল এই টিম কে সামগ্রী প্রদান করা হয় ।
এর আগে তার উদ্যেগেই বিধবা এক নারীকে একটি টিউবয়েল প্রদান করা হয় । বিরল রোগে আক্রান্ত ৬ নং ওয়ার্ডের জহুর আলীকে নগদ অর্থ দান করা হয়েছিলো, পুরানতকির পঙ্গু রুকু মিয়াকে কৃত্রিম পা লাগানোর জন্যও অর্থ প্রদান করা হয় ।

হাজীপুর ইউনিয়ন মানব সেবার ১২ জনকে পিপি দেয়া হয় ,সহযোগিতায় যারা ছিলেন ক্রমান্বয়ে সাহেদুর রহমান, জহিরুল ,নুরুল,আলকাছ, তানভীর,শাহিনুর, আবুল ,সুফান ,সাহেদ ,মদরিছ, মিজান,তারেক ,দিলবর,জহির তেরাপাশা, কামরুল,মিজান ,আতিক, মসুদ ,আকাশ ,দরছ ,আজিজ,ওয়াহিদ সাহিদ ,সামছু ,রুবেল ,বাবুল ,শামীম,পায়েল ,মামুন প্রমুখ ।
এমন কি এলাকায় বিভিন্ন দূর্যোগে সবসময় তার উদ্যোগে আরো প্রবাসীদের আহবান করে থাকে, তার আহবানে সাড়া দিয়ে ইতি মধ্যেই এলাকার অসহায় অনেক হত দরিদ্র পরিবার , অসহায় অসুস্থ রোগীদের সাহায্য সহায়তা প্রদান করে যাচ্ছে।মানবিক ও সামাজিক কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য তার পরিচিত প্রবাসীদের নিয়ে সামাজিক সেবা করে যাচ্ছে ।
এ আয়োজনের উদ্যোগক্তা জয়নাল আবেদিন দেশদিগন্ত কে বলেন –
কুরআনের ভাষায় আমরা আল্লাহর কাছে এর উত্তম প্রতিদানের আশা করি। আমরা চাই আমাদের এলাকার প্রত্যেক মানুষ সুন্দরভাবে জীবন যাপন করে।

আল্লাহ তায়ালা আর্ত মানবতার সেবা ও দান করার কথা কুরআনেও বলেছেন, যে দান করে সে যেনো আল্লাহকে ঋণ দেয়। আল্লাহ তায়ালা বলেন ‘কে আছে, যে আল্লাহকে উত্তম ঋণ দেবে, ফলে তিনি তার জন্য বহু গুণে বাড়িয়ে দেবেন

পোস্ট শেয়ার করুন

মানবতার সেবায় এগিয়ে হাজীপুরের প্রবাসী যুবকরা

আপডেটের সময় : ০৪:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২০

কুলাউড়া উপজেলার ১০ নং হাজীপুর ইউনিয়নের ইকরামূল মুসলিমিন কে গতকাল পিপিই ও সাবান দিয়ে সেবার আরেক ধাপ এগিয়ে গেলো হাজীপুর ইউনিয়নের উদীয়মান যুবক প্রবাসীরা, হাজীপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের প্রবাসী জয়নাল আবেদিন এর উদ্যোগে ও আহবানে সাঁড়া দিয়ে গতকাল এই টিম কে সামগ্রী প্রদান করা হয় ।
এর আগে তার উদ্যেগেই বিধবা এক নারীকে একটি টিউবয়েল প্রদান করা হয় । বিরল রোগে আক্রান্ত ৬ নং ওয়ার্ডের জহুর আলীকে নগদ অর্থ দান করা হয়েছিলো, পুরানতকির পঙ্গু রুকু মিয়াকে কৃত্রিম পা লাগানোর জন্যও অর্থ প্রদান করা হয় ।

হাজীপুর ইউনিয়ন মানব সেবার ১২ জনকে পিপি দেয়া হয় ,সহযোগিতায় যারা ছিলেন ক্রমান্বয়ে সাহেদুর রহমান, জহিরুল ,নুরুল,আলকাছ, তানভীর,শাহিনুর, আবুল ,সুফান ,সাহেদ ,মদরিছ, মিজান,তারেক ,দিলবর,জহির তেরাপাশা, কামরুল,মিজান ,আতিক, মসুদ ,আকাশ ,দরছ ,আজিজ,ওয়াহিদ সাহিদ ,সামছু ,রুবেল ,বাবুল ,শামীম,পায়েল ,মামুন প্রমুখ ।
এমন কি এলাকায় বিভিন্ন দূর্যোগে সবসময় তার উদ্যোগে আরো প্রবাসীদের আহবান করে থাকে, তার আহবানে সাড়া দিয়ে ইতি মধ্যেই এলাকার অসহায় অনেক হত দরিদ্র পরিবার , অসহায় অসুস্থ রোগীদের সাহায্য সহায়তা প্রদান করে যাচ্ছে।মানবিক ও সামাজিক কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য তার পরিচিত প্রবাসীদের নিয়ে সামাজিক সেবা করে যাচ্ছে ।
এ আয়োজনের উদ্যোগক্তা জয়নাল আবেদিন দেশদিগন্ত কে বলেন –
কুরআনের ভাষায় আমরা আল্লাহর কাছে এর উত্তম প্রতিদানের আশা করি। আমরা চাই আমাদের এলাকার প্রত্যেক মানুষ সুন্দরভাবে জীবন যাপন করে।

আল্লাহ তায়ালা আর্ত মানবতার সেবা ও দান করার কথা কুরআনেও বলেছেন, যে দান করে সে যেনো আল্লাহকে ঋণ দেয়। আল্লাহ তায়ালা বলেন ‘কে আছে, যে আল্লাহকে উত্তম ঋণ দেবে, ফলে তিনি তার জন্য বহু গুণে বাড়িয়ে দেবেন