স্টেডিয়ামে ব্যস্ত সময় কাটাচ্ছেন মডেল-অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া। বাংলাদেশ প্রিমিয়ার লিগের(বিপিএল) পঞ্চম আসর উপস্থাপনা করছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই মডেল।প্রথমবারের মতো খেলাধুলার কোনো অনুষ্ঠান মাঠ থেকে উপস্থাপনা করছেন তিনি। ভিন্নরকম অভিজ্ঞতা হচ্ছে বলে জানান পিয়া।
তিনি বলেন, মাঠে বসে খেলা দেখার মজা তো অন্যরকম। আর এমন একটি আসরের সঙ্গে যুক্ত হতে পেরে ভীষণ ভালো লাগছে। মাঠে বসে দর্শকের উন্মাদনা দেখছি। চার-ছক্কায় পুরো গ্যালারি লাফিয়ে উঠছে। দর্শকের সঙ্গে মাঠে থাকতে পেরে ভীষণ ভালো লাগছে।বিপিএল উপস্থাপনার নতুন অভিজ্ঞতা প্রসঙ্গে পিয়া বলেন, সরাসরি অনুষ্ঠান তো এর আগেও উপস্থাপনা করেছি। তবে ক্রিকেট মাঠে লাইভ অনুষ্ঠানের অভিজ্ঞতা নতুন। দারুণ উপভোগ করছি। দর্শকের সঙ্গে কথা বলছি। গ্যালারিতে ঘুরছি। সব মিলিয়ে খুবই উপভোগ করছি।এদিকে জমে উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর। দ্বিতীয় দিনে আজ রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচে সাবেক চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে চার উইকেটে হারিয়েছে সিলেট সিক্সার্স।উল্লেখ্য ২০০৭ সালে মিস বাংলাদেশ নির্বাচিত হওয়ার মাধ্যমে শোবিজে পরিচিত হয়ে উঠেন পিয়া। এরপর মডেলিং, সিনেমা এবং নাটকে অভিনয়ের মাধ্যমে তারকাখ্যাতি অর্জন করেছেন। আন্তর্জাতিক অঙ্গনে মডেল হিসেবে রয়েছে তার পরিচিতি।জার্মানীর টপ মডেল অব দ্য ওয়ার্ল্ড, সাউথ কোরিয়ার মিস ইউনিভার্সিটি ২০১১ ও মিস ইন্ডিয়ান প্রিন্সেস ইন্টারন্যাশনাল ২০১৩ এ অংশ নিয়েছেন তিনি। ভারতের জনপ্রিয় লাইফস্টাইল ম্যাগাজিন ‘ভোগ’প্রচ্ছদে ছাপা হয়েছে পিয়ার ছবি।
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com