বরাবরের মতো এবারো শুরু হচ্ছে দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আয়োজন বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)। সব ঠিক থাকলে আগামী ৪ঠা নভেম্বর শুরু হচ্ছে এ আয়োজনটি। প্রতিবারই বিপিএল-এর পুরো আয়োজনটি উপস্থাপনা নিয়ে থাকে নানা চমক।
শেষ দুইবার আমব্রিনকে দেখা গেলেও এবার থাকছে নতুন চমক। থাকছেন দেশেরই জনপ্রিয় তিন মডেল-উপস্থাপক। তারা হলেন-সামিয়া আফরিন, মারিয়া নূর ও জান্নাতুল পিয়া।
এমনটাই নিশ্চিত করে জানিয়েছেন সামিয়া আফরিন। তিনি বলেন, এবার একটু ভিন্ন চমক থাকছে। আমি ছাড়াও মারিয়া নূর ও জান্নাতুল পিয়াকে দেখা যাবে এবারের আয়োজনে। আমি আর মারিয়া স্টুডিওতে থাকবো। আর পিয়াকে দেখা যাবে সরাসরি মাঠে। আশা করছি পুরো আসরটি সবার কাছে উপভোগ্য হবে।
বিপিএল-এর প্রতি আসরে একজন বিদেশি উপস্থাপকের উপস্থিতি লক্ষ্য করা যায়। এবারও কি থাকছে কিনা সে বিষয়ে জানতে চাইলে সামিয়া আরো বলেন, খুব সম্ভবত বাইরে থেকে একজনকে আনা হবে। তবে তাকে মাঠের জন্য নয়। স্টুডিওতেই দেখা যাবে।
উল্লেখ্য, বিপিএল-এর প্রথম আসর থেকে আয়োজনটি চ্যানেল নাইনে সম্প্রচার হলেও সেটা পরিবর্তন হচ্ছে। এ বছর গাজী টিভির পর্দায় দেশের ঘরোয়া ক্রিকেটের জাকযমকপূর্ণ আয়োজনটি উপভোগ করবেন দর্শক।
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com