ইলিয়ানা ডি ক্রুজ। প্রচণ্ড কাজের পর ছোট্ট ব্রেক নিয়ে উড়ে গেলেন ফিজি দ্বীপে। সেখানে বয়ফ্রেন্ড অ্যান্ড্রু নিবোনের সঙ্গে খানিক নিরিবিলি সময় কাটাবেন এ নায়িকা।তবে ভেকেশনটা পুরোটাই আলসেমি করে কাটাচ্ছেন না ইলিয়ানা। নানা ধরনের সি-স্পোর্ট শিখছেন তিনি। ইনস্টাগ্রামে সেই সব ছবিও পোস্ট করছেন।
প্যাডেল বোর্ডিং শিখে সঙ্গে সঙ্গে তা পোস্ট করেছেন। তিনি লিখেছেন, প্যাডেলিং স্কিলটা পারফেক্ট করতে চাই। এমন সুযোগ তো রোজ আসে না।ফিজি দ্বীপের সোয়া-ই-লাউ গুহাতেও খানিক সময় কাটিয়েছেন ইলিয়ানা। সেখানকার ম্যাজিস্টিক মারভেল খোঁজার চেষ্টা করছেন। বাকি সময়টা তার কাটছে প্রকৃতির শোভা দেখে।’বরফি’ ও ‘ফাটা পোস্টার নিকলা হিরো’ ছবি দুটি বলিউডে ব্যাপক পরিচিতি এনে দেয় ইলিয়ানাকে। মুম্বাইয়ের মেয়ে হলেও ২০০৬ সালে তামিল ও তেলেগু ছবি দিয়েই ইলিয়ানার অভিনয়যাত্রা শুরু হয়। ‘পোকিরি’, ‘জলসা’, ‘কিক’, ‘জুলায়ি’র মতো সুপারহিট ছবিগুলো তাকে সেখানকার শীর্ষ অভিনেত্রীরূপে প্রতিষ্ঠিত করেছে। ২০০৬ সালে তেলেগু ছবি ‘দেবদাসু’-তে অভিনয়ের জন্য বছরের সবচেয়ে সম্ভাবনাময় অভিনেত্রীর পুরস্কার পান তিনি।
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com