আপডেট

x


প্রয়াত চিত্রনায়ক নায়ক মান্নার মা হাসিনা ইসলাম মারা গেছেন

রবিবার, ০৩ ফেব্রুয়ারি ২০১৯ | ১০:২১ অপরাহ্ণ | 843 বার

প্রয়াত চিত্রনায়ক নায়ক মান্নার মা হাসিনা ইসলাম মারা গেছেন

প্রয়াত চিত্রনায়ক নায়ক মান্নার মা হাসিনা ইসলাম মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স ছিল ৭৫ বছর। মান্নার স্ত্রী শেলি মান্না চ্যানেল আই অনলাইনকে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ (রবিবার) দুপুরের পর তিনি মারা যান টাঙ্গাইলে জেলায় নিজ বাসভবনে।



শাশুড়ির মৃত্যুর খবর পেয়ে ঢাকা থেকে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন শেলি মান্না। তিনি বলেন, আমার শশুর মারা গেছেন ২০ বছর আগে। গতকাল রাতে আমার শাশুড়ি অসুস্থ হয়ে পড়েন। এরপর স্থানীয় হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়। আজ দুপুরের দিকে তার মৃত্যুর খবর আসে।

তিনি বলেন, শাশুড়ির সঙ্গে আমার যোগাযোগ কম ছিল। উনি খুব ভালো মানুষ ছিলেন। তার জন্য দোয়া চাই।

তবে দাফন কখন, কোথায় হবে এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি শেলি মান্না।

২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৪ বছর বয়সে নায়ক মান্না মৃত্যুবরণ করেন। টাঙ্গাইল জেলায় অবস্থিত তার নিজ গ্রাম এলেঙ্গায় মান্নাকে সমাহিত করা হয়।

মন্তব্য করতে পারেন...

comments

deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com