শ্রেণি কক্ষে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে যশোরের প্রাথমিক স্কুলগুলোয় চালু হতে যাচ্ছে ডিজিটাল হাজিরা পদ্ধতি। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদেরও একই পদ্ধতিতে হাজিরার ব্যবস্থা করে বিদ্যালয়ে তাদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার উদ্যোগ নেয়া হয়েছে। ডিজিটাল এই হাজিরা পদ্ধতি শিক্ষার গুণগতমান বৃদ্ধির পাশাপাশি শিক্ষকদের উপস্থিতি নিশ্চিতে ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম জানান, শিক্ষার গুণগতমান বৃদ্ধির পাশাপাশি শিক্ষকদের উপস্থিতি নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ হাজিরা পদ্ধতি। স্কুল ব্যবস্থাপনা উন্নয়ন স্লিপ ফান্ডের টাকা দিয়ে যশোরের সব উপজেলার সরকারি প্রাথমিক স্কুলে বায়োমেট্রিক হাজিরা মেশিন বসানো হবে। ইতিমধ্যে এটি স্থাপনের প্রক্রিয়া চলছে। উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে এ সম্পর্কে অবহিত করা হয়েছে। চলতি বছরের ৩০ জুনের মধ্যে এই বায়োমেট্রিক হাজিরা মেশিন বসানোর কাজ সম্পন্ন হবে।
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com