আপডেট

x


প্রবাসী বন্ধুদের আড্ডা

বুধবার, ১১ সেপ্টেম্বর ২০১৯ | ১১:৫৭ অপরাহ্ণ | 1030 বার

প্রবাসী বন্ধুদের আড্ডা

শাহ ইসমাইল নিজস্ব প্রতিনিধঃ দেশের বন্ধুদের আড্ডা দেখে দেখে, নিজেদের কে আর পিছিয়ে রাখতে পারেনি প্রবাসের বন্ধুরা।

তাই তারাও বিভিন্ন আড্ডায় নিজেদেরকে সংযুক্ত করেছে। তবে সবার সব কিছুকে চাপিয়ে সামনে চলে এসেছে গত ৯-৯-১৯ তারিখে প্রবাসী আমেরিকান বন্ধু ময়নুলের সাম্প্রতিক আয়োজিত আড্ডা
মনে করিয়ে বিখ্যাত সেই-
কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই’- মান্না দের গাওয়া অমর গানটির মাঝেই লুকিয়ে আছে বন্ধুত্বের মর্মকথা। বন্ধু ও বন্ধুত্ব শব্দটি সবার কাছেই আপন।
জীবনে চলার পথে অসংখ্য মানুষের সঙ্গে সখ্য গড়ে উঠা স্বাভাবিক। কিন্তু প্রকৃত নিঃস্বার্থ বান বন্ধু ক’জনই বা হয়-?
বন্ধুর সাফল্যকে নিজের জন্য অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করুন। তবেই সমৃদ্ধ হবে বন্ধুর সাথে পথচলা।
পরিশেষে বন্ধু কাওছার ও বোরহানের সৌজন্যে এক নৈশ ভোজের আয়োজন করা হয়,
অন্যান্নদের মধ্যে উপস্থিত ছিলেন কাওছার আহমেদ, বোরহান উদ্দিন, মিলাদ চৌধুরী, কামিল হোসেন কামরুল হাসান শাহান প্রমুখ।



মন্তব্য করতে পারেন...

comments

deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com