না ফেরার দেশে চলে গেলেন ৫ সাংবাদিকের মা
- আপডেটের সময় : ১০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০১৯
- / ৫০৩ টাইম ভিউ
যুগান্তরের ফরিদপুর ব্যুরো প্রধান ও প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহিদ রিপনের মাতা মোসাম্মাৎ আম্বিয়া বেগম (৬৮) আর নেই। তার অন্য চার ছেলেও প্রতিষ্ঠিত সাংবাদিক।
মঙ্গলবার সকাল ৭টার দিকে বার্ধক্যজনিত কারণে শহরের পূর্ব খাবাসপুর শান্তিবাগ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিাহি … রাজেউন)।
মঙ্গলবার বাদ জোহর চকবাজার জামে মসজিদে মরহুমার জানাযা শেষে আলীপুর কবরস্থানে দাফন করা হয়েছে।
তার অন্য ৪ পুত্র হচ্ছে- ফরিদপুর কন্ঠের সম্পাদক ওয়াহিদ মিল্টন, এটিএন বাংলা/বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেল, সময় টিভি/আমাদের সময় পত্রিকার ফরিদপুর প্রতিনিধি সুমন ইসলাম, নিউজ টুয়েন্টি ফোর টিভি/ মানবকন্ঠ পত্রিকার ফরিদপুর প্রতিনিধি খাইরুজ্জামান সোহাগ।
শুক্রবার বাদ আসর পূর্বখাবাসপুরস্থ নিজ বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজনে সবাইকে শরীক হতে অনুরোধ করেছেন তার সন্তানেরা।