নিজস্ব প্রতিনিধিঃ কানাইঘাটে দেড় কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৯টায় সীমান্তবর্তী লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের কালিনগর বাজারটিলা এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির কালিনগর বাজারটিলা গ্রামের নজির আহমদের ছেলে আব্দুল মালিক ডালিম (২৫) এবং একই ইউপির কান্দেবপুর গ্রামের মৃত শামসুল হকের ছেলে মোহাম্মদ আলী (২০)।
এ ঘটনায় থানার এসআই ইসমাইল হোসেন বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা (মামলা নং- ২৪) দায়ের করেছেন।
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ বলেন, গ্রেপ্তারকৃত দুজন মাদক ব্যবসার সাথে জড়িত। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com