করনের জন্মদিনে কেন যাননি কারিনা
- আপডেটের সময় : ০৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০১৭
- / ১৪৫২ টাইম ভিউ
বলিউডের বিখ্যাত পরিচালক-প্রযোজক করন জোহরের জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন তারকারা। অথচ ওই পার্টিতে খুব অদ্ভূতভাবে অনুপস্থিত ছিলেন কারিনা কাপুর খান। যেহেতু করনের খুবই ঘনিষ্ঠ কারিনা। আর তাইতো সেই নিয়ে শুরু হয়ে যায় নানান জল্পনা।নিন্দুকেরা বলছেন দুই বন্ধুর মধ্যে কোনো ব্যক্তিগত বিষয়ে ঝামেলা হয়েছে। তাই সেদিনের পার্টিতে যাননি কারিনা। তবে তথ্যটি সঠিক ছিল না। তবে কারিনার সেদিনের অনুপস্থিতির কারণ হিসেবে জানা গেছে, সম্প্রতি নিজের প্রেগন্যান্সি পরবর্তী ছবি ‘ভির দি ওয়েডিং’র জন্য সমস্ত মেদ ঝড়িয়ে ফের আগেরচেহারায় ফিরতে তৎপর এ অভিনেত্রী। আর সেই চেষ্টায় সফল হতে প্রচুর সময় দিচ্ছেন জিমে গিয়ে।সেই কসরতের জেরেই জন্মদিনের দিন অসুস্থ হয়ে পড়েছিলেন কারিনা। তাই ঘনিষ্ঠ বন্ধুর পার্টিতে থাকতে পারেননি নায়িকা। তবে সমস্ত ভুল বোঝাবুঝি দূর করতে পরে অবশ্য করনের বাড়ি গিয়ে দেখা করে আসেন কারিনা।