ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহমিনা অথৈ। শুক্রবার ঢাকার চ্যানেল আই ভবনে এক অনুষ্ঠানে নাট্যতত্ত্ব বিভাগের এই শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়। আগামী ১৯ ডিসেম্বর কম্বোডিয়ায় ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি ২০১৭-তে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি।
প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিপ ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্রী তাহসিন ওয়াজেদ এশা আর দ্বিতীয় রানারআপ হয়েছেন বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির ছাত্রী ফাতেমা ইয়াসমিন লিয়া। এ ছাড়া বেস্ট লুক স্টামফোর্ড ইউনিভার্সিটির ফারহানা ইয়াসমিন আনিকা, বেস্ট স্মাইল শান্তা মারিয়াম ইউনিভার্সিটির অনিন্দিতা মিমি, বেস্ট হেয়ার ফরিদপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের শারমিন হেনা, বেস্ট স্কিন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির নূসরাত জাহান খন্দকার মেঘনা, বেস্ট পার্সোনালিটি ঢাকা সিটি কলেজের আয়শা নূদরাত, মোস্ট স্টাইলিস্ট ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির সাদিয়া সামাদ শর্মি এবং মিস কনজিনিয়ালিট নির্বাচিত হয়েছেন ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির প্রীতি আহাদ।
কম্বোডিয়ার চূড়ান্ত পর্বে বিশ্বের বিভিন্ন দেশ থেকে নির্বাচিত একশ’ মিস ইউনিভার্সিটি অংশ নেবেন। তাদের নিয়ে ২৩ নভেম্বর কোরিয়ায় ইন্টারন্যাশনাল গ্রুমিং শুরু হবে। চূড়ান্ত পর্বে যিনি বিজয়ী হবেন, তিনি জাতিসংঘের শান্তির দূত হিসেবে কাজ করবেন। জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় ২৮ বছর ধরে এই সুন্দরী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। এবার বসছে প্রতিযোগিতার ২৯তম আসর। বাংলাদেশে এবারের প্রতিযোগিতার আয়োজক প্রতিষ্ঠান অপূর্ব ডটকম।
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com