ঢাকা , শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
আপডেট :
বাংলাদেশে কোটা আন্দোলনে হত্যার প্রতিবাদে পর্তুগালে বিক্ষোভ করেছে বাংলাদেশী প্রবাসীরা প্রিয়জনদের মানসিক রোগ যদি আপনজন বুঝতে না পারেন আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করেছে পর্তুগাল আওয়ামীলীগ যেকোনো প্রচেষ্টা এককভাবে সম্পন্ন করা সম্ভব নয়: দুদক সচিব শ্রীমঙ্গলে দুটি চোরাই মোটরসাইকেল সহ মিল্টন কুমার আটক পর্তুগালের অভিবাসন আইনে ব্যাপক পরিবর্তন পর্তুগাল বিএনপি আহবায়ক কমিটির জুমে জরুরী সভা অনুষ্ঠিত হয় এমপি আনোয়ারুল আজিমকে হত্যার ঘটনায় আটক তিনজন , এতে বাংলাদেশী মানুষ জড়িত:স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকাস্থ ইরান দুতাবাসে রাইসির শোক বইয়ে মির্জা ফখরুলের স্বাক্ষর

এন্ড্রু কিশোরকে উৎসর্গ করে ‘অদিতারিয়ান’ এর গান

নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : ১১:০০ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২০
  • / ৩৫৭ টাইম ভিউ

নানামাত্রিক সংগীত প্রযোজনা নিয়ে বিভিন্ন সময় শ্রোতাদের সামনে হাজির হয়ে থাকেন সংগীত পরিচালক অদিত রহমান। বছর তিনেক আগে ‘অদিতারিয়ানস’ ব্যান্ডের প্রথম প্রজেক্ট ‘জোছনা’র প্রকাশ করেছিলেন। মাঝে আরো বিভিন্ন ধরনের গান প্রকাশ করেছেন। এবার ফের হাজির এই টিমের সদস্যরা। এবারের গানের নাম ‘জলভ্রম’। কণ্ঠ দিয়েছেন পুরনো দুই সদস্য- দোলা রহমান ও তৌফিক আহমেদ। এবারও ক্লাসিক, রক আর র‌্যাপের সংমিশ্রণ ঘটেছে পুরো কাজটিতে। সম্প্রতি এটি প্রকাশ হয়েছে ফ্যাটম্যান ফিল্মস-এর ইউটিউব চ্যানেলে।

আর গানটি উৎসর্গ করা হয়েছে প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোরকে।
‘জলভ্রম’ গানটি লিখেছেন আবদার রহমান। র‌্যাপ অংশ র‌্যাপার তৌফিক নিজেই লিখেছেন। সুর করেছেন যৌথভাবে অদিত, দোলা ও মুত্তাকী হাসিব গানটির সংগীত পরিচালনা করেছেন অদিত রহমান। গানটির ভিডিও তৈরি করা হয়েছে শিল্পী ও যন্ত্রীদের নিজ নিজ বাসা থেকে অংশ নেওয়ার মাধ্যমে।
‘জলভ্রম’র অন্যতম শিল্পী তৌফিক আহমেদ বলেন, ‘
ভালো কিছুর জন্য একটু লম্বা সময় অপেক্ষা করতে হয়। সেটা আমরা বিশ্বাস করি বলেই প্রথম গানের পর দ্বিতীয় গানে আসতে তিন বছর সময় লেগেছে। সামনে আরও কিছু ভিন্ন ধারার গানের প্ল্যান করছেন দলটির কি-ম্যান অদিত। সেখানে বাংলা ক্লাসিক্যাল ঘরানার সঙ্গে অন্যান্য জনরার মিশ্রণ ঘটানোর চেষ্টা থাকবে। যার ফলে অদিতারিয়ানস-কে আমি ব্যান্ড না বলে সংগীত গবেষণা কেন্দ্র বলতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি।

পোস্ট শেয়ার করুন

এন্ড্রু কিশোরকে উৎসর্গ করে ‘অদিতারিয়ান’ এর গান

আপডেটের সময় : ১১:০০ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২০

নানামাত্রিক সংগীত প্রযোজনা নিয়ে বিভিন্ন সময় শ্রোতাদের সামনে হাজির হয়ে থাকেন সংগীত পরিচালক অদিত রহমান। বছর তিনেক আগে ‘অদিতারিয়ানস’ ব্যান্ডের প্রথম প্রজেক্ট ‘জোছনা’র প্রকাশ করেছিলেন। মাঝে আরো বিভিন্ন ধরনের গান প্রকাশ করেছেন। এবার ফের হাজির এই টিমের সদস্যরা। এবারের গানের নাম ‘জলভ্রম’। কণ্ঠ দিয়েছেন পুরনো দুই সদস্য- দোলা রহমান ও তৌফিক আহমেদ। এবারও ক্লাসিক, রক আর র‌্যাপের সংমিশ্রণ ঘটেছে পুরো কাজটিতে। সম্প্রতি এটি প্রকাশ হয়েছে ফ্যাটম্যান ফিল্মস-এর ইউটিউব চ্যানেলে।

আর গানটি উৎসর্গ করা হয়েছে প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোরকে।
‘জলভ্রম’ গানটি লিখেছেন আবদার রহমান। র‌্যাপ অংশ র‌্যাপার তৌফিক নিজেই লিখেছেন। সুর করেছেন যৌথভাবে অদিত, দোলা ও মুত্তাকী হাসিব গানটির সংগীত পরিচালনা করেছেন অদিত রহমান। গানটির ভিডিও তৈরি করা হয়েছে শিল্পী ও যন্ত্রীদের নিজ নিজ বাসা থেকে অংশ নেওয়ার মাধ্যমে।
‘জলভ্রম’র অন্যতম শিল্পী তৌফিক আহমেদ বলেন, ‘
ভালো কিছুর জন্য একটু লম্বা সময় অপেক্ষা করতে হয়। সেটা আমরা বিশ্বাস করি বলেই প্রথম গানের পর দ্বিতীয় গানে আসতে তিন বছর সময় লেগেছে। সামনে আরও কিছু ভিন্ন ধারার গানের প্ল্যান করছেন দলটির কি-ম্যান অদিত। সেখানে বাংলা ক্লাসিক্যাল ঘরানার সঙ্গে অন্যান্য জনরার মিশ্রণ ঘটানোর চেষ্টা থাকবে। যার ফলে অদিতারিয়ানস-কে আমি ব্যান্ড না বলে সংগীত গবেষণা কেন্দ্র বলতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি।