ঢাকা , বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
আপডেট :
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে পূর্ব লন্ডনে বড়লেখার সোয়েব আহমেদের সমর্থনে মতবিনিময় সভা ইতালির ভেনিসে গ্রিন সিলেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর জরুরি সভা অনুষ্ঠিত ইতালির ভেনিসে এনটিভির ইউরোপের ডিরেক্টর সাবরিনা হোসাইন কে সংবর্ধনা দিয়েছে ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাব পর্তুগালে বেজা আওয়ামীলীগের কর্মি সভা পর্তুগাল এ ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাবের জার্সি উন্মোচন লিসবনে আত্মপ্রকাশ হয় সামাজিক সংগঠন “গোলাপগঞ্জ কমিউনিটি কেয়ারর্স পর্তুগাল “ উচ্ছ্বাস আর আনন্দে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখের উদযাপন করেছে পর্তুগাল যথাযথ গাম্ভীর্যের মধ্যে দিয়ে পরিবেশে মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল ফিতর পালন করেছে ভেনিস প্রবাসীরা ভেনিসে বৃহত্তর সিলেট সমিতির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত এক অসুস্থ প্রজন্ম কে সাথি করে এগুচ্ছি আমরা

এন্ড্রু কিশোরকে উৎসর্গ করে ‘অদিতারিয়ান’ এর গান

নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : ১১:০০ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২০
  • / ৩৪১ টাইম ভিউ

নানামাত্রিক সংগীত প্রযোজনা নিয়ে বিভিন্ন সময় শ্রোতাদের সামনে হাজির হয়ে থাকেন সংগীত পরিচালক অদিত রহমান। বছর তিনেক আগে ‘অদিতারিয়ানস’ ব্যান্ডের প্রথম প্রজেক্ট ‘জোছনা’র প্রকাশ করেছিলেন। মাঝে আরো বিভিন্ন ধরনের গান প্রকাশ করেছেন। এবার ফের হাজির এই টিমের সদস্যরা। এবারের গানের নাম ‘জলভ্রম’। কণ্ঠ দিয়েছেন পুরনো দুই সদস্য- দোলা রহমান ও তৌফিক আহমেদ। এবারও ক্লাসিক, রক আর র‌্যাপের সংমিশ্রণ ঘটেছে পুরো কাজটিতে। সম্প্রতি এটি প্রকাশ হয়েছে ফ্যাটম্যান ফিল্মস-এর ইউটিউব চ্যানেলে।

আর গানটি উৎসর্গ করা হয়েছে প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোরকে।
‘জলভ্রম’ গানটি লিখেছেন আবদার রহমান। র‌্যাপ অংশ র‌্যাপার তৌফিক নিজেই লিখেছেন। সুর করেছেন যৌথভাবে অদিত, দোলা ও মুত্তাকী হাসিব গানটির সংগীত পরিচালনা করেছেন অদিত রহমান। গানটির ভিডিও তৈরি করা হয়েছে শিল্পী ও যন্ত্রীদের নিজ নিজ বাসা থেকে অংশ নেওয়ার মাধ্যমে।
‘জলভ্রম’র অন্যতম শিল্পী তৌফিক আহমেদ বলেন, ‘
ভালো কিছুর জন্য একটু লম্বা সময় অপেক্ষা করতে হয়। সেটা আমরা বিশ্বাস করি বলেই প্রথম গানের পর দ্বিতীয় গানে আসতে তিন বছর সময় লেগেছে। সামনে আরও কিছু ভিন্ন ধারার গানের প্ল্যান করছেন দলটির কি-ম্যান অদিত। সেখানে বাংলা ক্লাসিক্যাল ঘরানার সঙ্গে অন্যান্য জনরার মিশ্রণ ঘটানোর চেষ্টা থাকবে। যার ফলে অদিতারিয়ানস-কে আমি ব্যান্ড না বলে সংগীত গবেষণা কেন্দ্র বলতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি।

পোস্ট শেয়ার করুন

এন্ড্রু কিশোরকে উৎসর্গ করে ‘অদিতারিয়ান’ এর গান

আপডেটের সময় : ১১:০০ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২০

নানামাত্রিক সংগীত প্রযোজনা নিয়ে বিভিন্ন সময় শ্রোতাদের সামনে হাজির হয়ে থাকেন সংগীত পরিচালক অদিত রহমান। বছর তিনেক আগে ‘অদিতারিয়ানস’ ব্যান্ডের প্রথম প্রজেক্ট ‘জোছনা’র প্রকাশ করেছিলেন। মাঝে আরো বিভিন্ন ধরনের গান প্রকাশ করেছেন। এবার ফের হাজির এই টিমের সদস্যরা। এবারের গানের নাম ‘জলভ্রম’। কণ্ঠ দিয়েছেন পুরনো দুই সদস্য- দোলা রহমান ও তৌফিক আহমেদ। এবারও ক্লাসিক, রক আর র‌্যাপের সংমিশ্রণ ঘটেছে পুরো কাজটিতে। সম্প্রতি এটি প্রকাশ হয়েছে ফ্যাটম্যান ফিল্মস-এর ইউটিউব চ্যানেলে।

আর গানটি উৎসর্গ করা হয়েছে প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোরকে।
‘জলভ্রম’ গানটি লিখেছেন আবদার রহমান। র‌্যাপ অংশ র‌্যাপার তৌফিক নিজেই লিখেছেন। সুর করেছেন যৌথভাবে অদিত, দোলা ও মুত্তাকী হাসিব গানটির সংগীত পরিচালনা করেছেন অদিত রহমান। গানটির ভিডিও তৈরি করা হয়েছে শিল্পী ও যন্ত্রীদের নিজ নিজ বাসা থেকে অংশ নেওয়ার মাধ্যমে।
‘জলভ্রম’র অন্যতম শিল্পী তৌফিক আহমেদ বলেন, ‘
ভালো কিছুর জন্য একটু লম্বা সময় অপেক্ষা করতে হয়। সেটা আমরা বিশ্বাস করি বলেই প্রথম গানের পর দ্বিতীয় গানে আসতে তিন বছর সময় লেগেছে। সামনে আরও কিছু ভিন্ন ধারার গানের প্ল্যান করছেন দলটির কি-ম্যান অদিত। সেখানে বাংলা ক্লাসিক্যাল ঘরানার সঙ্গে অন্যান্য জনরার মিশ্রণ ঘটানোর চেষ্টা থাকবে। যার ফলে অদিতারিয়ানস-কে আমি ব্যান্ড না বলে সংগীত গবেষণা কেন্দ্র বলতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি।