সিলেটের কোম্পানীগঞ্জে নির্মিতব্য ‘ভোলাগঞ্জ সীমান্ত হাট’ চলতি বছরের ডিসেম্বরে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। হাট নির্মাণে সার্বিক কাজের ৭০ ভাগ সম্পন্ন হয়েছে। বাকি কাজ সম্পন্ন হলেই বাংলাদেশ-ভারত দুই দেশের মানুষের সেতুবন্ধন তৈরির নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। অন্যদিকে সীমান্ত হাট নিয়ে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে।
ভারত সরকারের নিজস্ব অর্থায়নে নির্মিতব্য এ হাট প্রতি সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার বসবে। বেলা সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত কেনাকাটা করা যাবে। সীমান্তের ১২৪৮/১২ এস এবং ১১ এস পিলারের কাছে দুই দেশের সমপরিমাণ এক একর পঞ্চাশ শতক জায়গায় সীমান্ত হাট নির্মাণ করা হচ্ছে।
হাটে দুই দেশের ২৫টি করে ৫০টি দোকান বসবে। হাটের উত্তর ও দক্ষিণ দিকে দুটি ফটক থাকবে। ক্রেতা-বিক্রেতাদের জন্য থাকবে ওয়েটিং রুম। দুটি টয়লেট নির্মাণ করা হবে। হাটের পাশেই গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে। নিরাপদ পানি সরবরাহের জন্য গভীর নলকূপ স্থাপন করা হবে। পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা চালু করা হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগও থাকবে সেখানে।