লচ্চিত্রে ব্যস্ততা কমে গেলেও নাটকে ব্যস্ততা বেড়েছে চিত্রনায়িকা পপির। বিশেষ করে ঈদ কিংবা বিশেষ দিবসের নাটকে তাকে বেশি দেখা যায়। আগামী ঈদের জন্য নির্মিত একটি নাটকে সম্প্রতি অভিনয় এই নায়িকা।
তাজিন আহমেদের গল্পে নাটকটির নাম ‘আগন্তক’। নাটকে পপির বিপরীতে অভিনয় করেছেন রিয়াদ আশরাফ। এছাড়া আছেন হুমায়রা হিমু, শরীফুল প্রমুখ। নাটকটি পরিচালনা ও প্রযোজনা করেছেন উজ্জ্বল মাহমুদ ও ডা. মোস্তাফিজুর রহমান।
পপি বলেন, ‘অনেকদিন পর অন্যরকম একটি গল্পের নাটকে অভিনয় করলাম। আশা করি দর্শকদেরও ভালো লাগবে।’
প্রসঙ্গত, এদিকে অনেকদিন পর পপি অভিনীত ‘সোনাবন্ধু’ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। প্রাথমিকভাবে এই ছবিটি ঈদে মুক্তির কথা শোনা গেলেও এখনো কিছু চূড়ান্ত হয়নি।
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com