‘ইচ্ছে করে তোমার পরাণ একটু খানি ছুঁই’ গানে দেশের জনপ্রিয় শিল্পী ন্যান্সির সঙ্গে দ্বৈত গান করেছেন সিলেটের ফেঞ্চুগঞ্জের ছেলে হাসান অভি। নেয়ামত এর কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন জিএম রহমান রনি। অভির ছোটবেলা থেকেই গানের জগতে বিচরণ তার। সম্প্রতি দেশের জনপ্রিয় শিল্পী ন্যান্সির সঙ্গে একটি গান গেয়েছেন তিনি।
এরই মধ্যে গানটির ভিডিও নির্মাণ হয়েছে। চঞ্চল শেখের পরিচালনায় সেই মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন অভি এবং সুইটি। কক্সবাজার ও সিলেটের বিভিন্ন লোকেশনে ভিডিওটির শুটিং হয়েছে। বর্তমানে এটি বাজারে পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে ইউটিউবেও গানটি বেশ সাড়া ফেলেছে। উদীয়মান কণ্ঠশিল্পী হাসান অভি বলেন, তারকা কণ্ঠশিল্পী ন্যান্সির সঙ্গে কাজ করে আমি খুবই আনন্দিত। আমাদের অঞ্চলের মধ্যে আমিই প্রথম এরকম একজন গুণী শিল্পীর সঙ্গে কাজ করতে পেরেছি। আশা করছি গানটি শ্রোতাদের কাছে ভালো লাগবে।
কিছু দিনের মধ্যে বিন্দিয়া খানের সঙ্গে ‘সাক্ষী’ নামে আমার আরেকটি দ্বৈত গান বাজারে আসবে। ভালো গান করার সুযোগ পেলে আজীবন সংগীতাঙ্গনের সঙ্গে জড়িত থাকবো। এজন্য আমি সবার দোয়া কামনা করছি।
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com