ঢাকা , বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
আপডেট :
অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলতেবিভিন্ন চক্রান্তে লিপ্ত আ’লীগ গ্রিন সিলেট ট্রাভেলসের আয়োজনে বাংলাদেশে পর্তুগাল দূতাবাস/কনসুলেট চেয়ে খোলা চিঠি স্বৈরাচার সরকার পতনের পর যুক্তরাজ্যে ফিরছেন সিলেট আওয়ামী লীগ নেতারা বিএনপি পর্তুগাল শাখার উদ্যোগে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত! বন্যার্ত মানুষের ত্রান তহবিলের জন্যে ৬ লাখ পঞ্চাশ হাজার টাকা ঘোষণা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বেজা শাখার কর্মি সম্মেলন অনুষ্ঠিত বিমানের নতুন চেয়ারম্যান কুলাউড়ার আব্দুল মুয়ীদ চৌধুরী খালেদা জিয়ার সুস্থতা ও ২৪ কোটা আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনা দোয়া মাহফিল পর্তুগালে রাজনগর প্রবাসী ওয়েলফেয়ার সোসাইটির আত্মপ্রকাশ পর্তুগাল বিএনপি’র আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্বরণে দোয়া ও মাহফিল সম্পন্ন বিমূর্ত সব মুর্হুতরা, আমার মা’য়ের সাথের শেষ শনিবার – শাহারুল কিবরিয়া

আসছে তৌসিফ-সংযুক্তার ‘আলো’

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : ০১:৪২ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০১৭
  • / ১৩৮৬ টাইম ভিউ

নির্মাতা ভিকি জাহেদের পরিচালনায় সবশেষ ‘রূপ’ শিরোনামের স্বল্পদৈর্ঘ্য মুক্তির পর দর্শকদের প্রশংসা পায়। সম্প্রতি নতুন আরেকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের কাজ শেষ করেন তরুণ এই পরিচালক। ‘আলো’ নামের স্বল্পদৈর্ঘ্যটিতে অভিনয় করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব ও নবাগতা সংযুক্তা দাস। চলতি মাসেই স্বল্পদৈর্ঘ্যটি মুক্তি পেতে পারে বলে জানান নির্মাতা।

ভিকি জাহেদ বলেন, ‘সৃষ্টিকর্তার নিয়মের কাছে নশ্বর মানুষের ভালোবাসা অসহায় হয়ে পড়ে। তারপর ও মানুষ ভালোবাসে, একে অপরের সাথে থাকার স্বপ্ন দেখে। অবশ্যম্ভাবী ভয়ঙ্কর আঁধারকে ও সে নিজের ভালোবাসার আলো দিয়ে উজ্জ্বল করতে চায়। কখনো সে সফল হয়, আবার কখনো বিফল। কিন্তু চেষ্টা সে সবসময়ই করতে থাকে। আলো হচ্ছে মানুষের সেই অসীম চেষ্টার গল্প’।

তৌসিফ বলেন, ‘অনেকের অভিযোগ শর্টফিল্মগুলোর গল্প প্রায় এক হয়ে যাচ্ছে। তাই বেশ কিছুদিন ধরে আমি শর্টফিল্ম থেকে দূরে ছিলাম। কিন্তু ‘আলো’র গল্প শুনে কাজটার প্রতি ভালোবাসা সৃষ্টি হয়ে যায়। কারণ এর গল্পের মধ্যে ভিন্ন রকম এক ভালোবাসা লুকিয়ে আছে। ভিকি ভাইয়ের সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ। এর আগে তার পরিচালনায় ‘দেয়ালে’ আমি অভিনয় করেছি। স্বল্পদৈর্ঘ্যটি দর্শক অনেক পছন্দ করেন। আশা করছি ‘আলো’ও দর্শকের অনেক ভালো লাগবে’।

স্বল্পদৈর্ঘ্যটির মধ্যদিয়ে অভিষেক হতে যাচ্ছেন সংযুক্তা দাসের। তিনি বলেন, ‘প্রথম কাজ তাই এর প্রতি অনেক বেশি ভালোবাসা। ‘আলো’র গল্পটাও অসম্ভব সুন্দর। তাই দর্শকদের অনেক বেশি সাপোর্ট চাইব’।

টাইগার মিডিয়ার ব্যানারে ‘আলো’ একটি মোশন ভাস্কর নির্মাণ। এতে চিত্রগ্রাহক হিসেবে ছিলেন বিদ্রোহী দীপন, সম্পাদনায় আছেন সাইফ রাসেল ও সঙ্গীত পরিচালনা করেছেন মাহামুদ হায়াৎ অর্পণ। আসছে ১৭ই জুলাই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির একটি গানের মিউজিক ভিডিও অনলাইনে প্রকাশ পাবে।

পোস্ট শেয়ার করুন

আসছে তৌসিফ-সংযুক্তার ‘আলো’

আপডেটের সময় : ০১:৪২ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০১৭

নির্মাতা ভিকি জাহেদের পরিচালনায় সবশেষ ‘রূপ’ শিরোনামের স্বল্পদৈর্ঘ্য মুক্তির পর দর্শকদের প্রশংসা পায়। সম্প্রতি নতুন আরেকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের কাজ শেষ করেন তরুণ এই পরিচালক। ‘আলো’ নামের স্বল্পদৈর্ঘ্যটিতে অভিনয় করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব ও নবাগতা সংযুক্তা দাস। চলতি মাসেই স্বল্পদৈর্ঘ্যটি মুক্তি পেতে পারে বলে জানান নির্মাতা।

ভিকি জাহেদ বলেন, ‘সৃষ্টিকর্তার নিয়মের কাছে নশ্বর মানুষের ভালোবাসা অসহায় হয়ে পড়ে। তারপর ও মানুষ ভালোবাসে, একে অপরের সাথে থাকার স্বপ্ন দেখে। অবশ্যম্ভাবী ভয়ঙ্কর আঁধারকে ও সে নিজের ভালোবাসার আলো দিয়ে উজ্জ্বল করতে চায়। কখনো সে সফল হয়, আবার কখনো বিফল। কিন্তু চেষ্টা সে সবসময়ই করতে থাকে। আলো হচ্ছে মানুষের সেই অসীম চেষ্টার গল্প’।

তৌসিফ বলেন, ‘অনেকের অভিযোগ শর্টফিল্মগুলোর গল্প প্রায় এক হয়ে যাচ্ছে। তাই বেশ কিছুদিন ধরে আমি শর্টফিল্ম থেকে দূরে ছিলাম। কিন্তু ‘আলো’র গল্প শুনে কাজটার প্রতি ভালোবাসা সৃষ্টি হয়ে যায়। কারণ এর গল্পের মধ্যে ভিন্ন রকম এক ভালোবাসা লুকিয়ে আছে। ভিকি ভাইয়ের সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ। এর আগে তার পরিচালনায় ‘দেয়ালে’ আমি অভিনয় করেছি। স্বল্পদৈর্ঘ্যটি দর্শক অনেক পছন্দ করেন। আশা করছি ‘আলো’ও দর্শকের অনেক ভালো লাগবে’।

স্বল্পদৈর্ঘ্যটির মধ্যদিয়ে অভিষেক হতে যাচ্ছেন সংযুক্তা দাসের। তিনি বলেন, ‘প্রথম কাজ তাই এর প্রতি অনেক বেশি ভালোবাসা। ‘আলো’র গল্পটাও অসম্ভব সুন্দর। তাই দর্শকদের অনেক বেশি সাপোর্ট চাইব’।

টাইগার মিডিয়ার ব্যানারে ‘আলো’ একটি মোশন ভাস্কর নির্মাণ। এতে চিত্রগ্রাহক হিসেবে ছিলেন বিদ্রোহী দীপন, সম্পাদনায় আছেন সাইফ রাসেল ও সঙ্গীত পরিচালনা করেছেন মাহামুদ হায়াৎ অর্পণ। আসছে ১৭ই জুলাই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির একটি গানের মিউজিক ভিডিও অনলাইনে প্রকাশ পাবে।