বলিউডের কিং খান শাহরুখ। অসাধারণ অভিনয় দিয়ে মুগ্ধ করে রেখেছেন ভক্ত-দর্শকদের। পাশাপাশি ব্যক্তিত্ব দিয়েও মাত করেছেন বিশ্ব। বলিউড মানেই এখন শাহরুখ খান। এবার এ তারকাকে লেকচার দেয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে বিশ্বখ্যাত অক্সফোর্ড ইউনিভার্সিটি।
শাহরুখ খানও সিনেমা ও ব্যবসার সব ব্যস্ততা রেখে লেকচার দিতে যাওয়ার বিষয়ে নিশ্চিত করেছেন অক্সফোর্ড কর্তৃপক্ষকে।
এ প্রসঙ্গে শাহরুখ খান ভারতীয় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে বলেন ‘কথা বলতে ভালোবাসি। যখনই কেউ আমাকে কথা বলার জন্য ডাকেন, আমি সেটা একটি সুযোগ হিসেবে গ্রহণ করি।
এর আগে ২০১২ সালে ইয়েল-এ এবং এখন অক্সফোর্ড থেকে আমন্ত্রণ পেয়েছি। আমার সময়ের সঙ্গে মিললে অবশ্যই যাব।’
জানা গেছে, অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রিন্সিপাল অ্যালান রাসব্রিজার নিজেই শাহরুখকে আমন্ত্রণ জানিয়ে একটি চিঠি পাঠিয়েছিলেন গত নভেম্বরে। আপাতত শাহরুখ ‘যব হ্যারি মেট সেজাল’ ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com