আপডেট

x


হাজীপুর ইউনিয়ন বিএনপির কাউন্সিল সম্পন্নঃ মাহমুদ আলী সভাপতি, আব্দুল হাই সম্পাদক

শুক্রবার, ১৭ মে ২০১৯ | ১:২২ পূর্বাহ্ণ | 1727 বার

হাজীপুর ইউনিয়ন বিএনপির কাউন্সিল সম্পন্নঃ মাহমুদ আলী সভাপতি, আব্দুল হাই সম্পাদক

ছয়ফুল আলম সাইফুল : উৎসব মুখর পরিবেশে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে। গোপন ব্যালটের মাধ্যমে নতুন হাজীপুর ইউনিয়ন বিএনপির কমিটি গঠন হয়েছে।এতে সাবেক চেয়ারম্যান মোঃ মাহমুদ আলী সভাপতি, মোঃ আব্দুল হাই সাধারণ সম্পাদক, মোঃ জুবেদ আলম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ মে) দুপুর ১২টার দিকে স্থানীয় পিরেরবাজার মা-মনি কমিউনিটি সেন্টারে প্রথম ধাপে কাউন্সিল উপলক্ষে আলোচনা সভা এবং দ্বিতীয় ধাপে কাউন্সিল অনুষ্ঠিত হয়। গোপন ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করেন ৩৮ জন কাউন্সিলর। পরে মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি ও কুলাউড়া উপজেলা বিএনপির আহবায়ক এডঃ এ,এন,এম আবেদ রাজা নির্বাচনে প্রার্থীদের প্রাপ্ত ভোট ও বিজয়ীদের নাম ঘোষণা করেন। সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। হাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে ১৯ ভোট পান মোঃ মাহমুদ আলী এবং তাঁর প্রতিদ্বন্দ্বি প্রার্থী সভাপতি পদে ১৯ ভোট পান ফারুক আহমদ পান্না । তখন উভয় প্রার্থী ভোট সমান হওয়ায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে লটারীর মাধ্যমে নির্বাচিত হয়েছেন মোঃ মাহমুদ আলী। সাধারণ সম্পাদক পদে মোঃ আব্দুল হাই মোট ভোট ২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বি মনিরুজ্জামান হেলাল পেয়েছেন ১৬ ভোট।  সাংগঠনিক সম্পাদক পদে ২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ জুবেদ আলম তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ ফয়জুর রহমান পেয়েছেন ১৬ ভোট। হাজীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাজী মোঃ খোরর্শেদ আলী চৌধুরীর সভাপতিত্বে এবং  হাজীপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ সুলতান উদ্দিন আহমদ ও মৌলভীবাজার সরকারী কলেজের ছাত্রদল নেতা মোঃ আজিজুর রহমান আজিজ যৌথ সঞ্চালনায় কাউন্সিল পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি ও কুলাউড়া উপজেলা বিএনপির আহবায়ক এডঃ এ, এন,এম আবেদ রাজা  তিনি বলেন, দ্বিধা বিভক্ত কুলাউড়া বিএনপি আজ ঐক্যবদ্ধ। আগামীর আন্দোলন সংগ্রামে, নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে সবাইকে এক হয়ে মাঠে নামতে হবে। তিনি আন্দোলনের কেন্দ্রবিন্দু ঢাকাকে উল্লেখ করে বলেন, ঢাকায় আন্দোলন শুরু করতে হবে। আমরা কুলাউড়া উপজেলা বিএনপি সেখানকার আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে রাজপথে দাবানল সৃষ্টি করে নেত্রীকে মুক্ত করবো। কাউন্সিলে প্রধান বক্তা হিসেবে জেলা বিএনপির সদস্য ও কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল বলেন, উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন বিএনপিকে ঐক্যবদ্ধভাবে নেত্রীকে মুক্তির আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। সেই লক্ষ্যে সবাইকে এক হয়ে সাংগঠনিক কার্যক্রম চালু রাখতে হবে। আমাদের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আগামীতে বিএনপির সকল কর্মসূচিতে আপনাদের স্বতঃস্ফুর্ত ভমিকা এখন সময়ের দাবি। উপস্হিত ছিলেন কুলাউড়া উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও কুলা্উড়া পৌরসভার প্যানেল মেয়র জয়নাল আবেদীন বাচ্চু, রেদওয়ান খান, জয়নুল ইসলাম জুনেদ, ফাতু হাজী,  সাবেক চেয়ারম্যান রফিক আহমদ, আলমগীর হোসেন ভূইয়া , কাদিপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক লুৎফুর রহমান, জেলা যুবদলের সদস্য শেখ নিজামুর রহমান টিপু, বাংলাদেশ রিপোর্টারর্স এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক ছয়ফুল আলম সাইফুল, জেলা স্বেচ্ছাসেবক দলের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সৈয়দ আতাউর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নোমান আহমদ, হাজীপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ সায়েদুর রহমান সায়েদ সহ আরো অনেকেই। এছাড়াও ও প্রবাসী বিএনপি নেতা ও কুলাউড়া উপজেলা ও হাজীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, যুবদলের নেতা কর্মীগন  উপস্থিত ছিলেন।



মন্তব্য করতে পারেন...

comments

deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com