ঢাকা , শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
আপডেট :
স্বাধিনতা মানে শুধুমাত্র নিজস্ব মানচিত্র অর্জন নয়, চাই বাকস্বাধীনতা ও গণতন্ত্র ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে পূর্ব লন্ডনে বড়লেখার সোয়েব আহমেদের সমর্থনে মতবিনিময় সভা ইতালির ভেনিসে গ্রিন সিলেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর জরুরি সভা অনুষ্ঠিত ইতালির ভেনিসে এনটিভির ইউরোপের ডিরেক্টর সাবরিনা হোসাইন কে সংবর্ধনা দিয়েছে ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাব পর্তুগালে বেজা আওয়ামীলীগের কর্মি সভা পর্তুগাল এ ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাবের জার্সি উন্মোচন লিসবনে আত্মপ্রকাশ হয় সামাজিক সংগঠন “গোলাপগঞ্জ কমিউনিটি কেয়ারর্স পর্তুগাল “ উচ্ছ্বাস আর আনন্দে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখের উদযাপন করেছে পর্তুগাল যথাযথ গাম্ভীর্যের মধ্যে দিয়ে পরিবেশে মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল ফিতর পালন করেছে ভেনিস প্রবাসীরা ভেনিসে বৃহত্তর সিলেট সমিতির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা লেডিস ক্লাবের সাবেক সভাপতি গুলশান আনোয়ারা হকের অর্থায়নে হতদরিদ্রদের মাঝে মশাারি বিতরন

ছয়ফুল আলম সাইফুলঃ
  • আপডেটের সময় : ১২:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০১৯
  • / ৬৯৮ টাইম ভিউ

ছয়ফুল আলম সাইফুলঃ  ঢাকা লেডিস ক্লাবের সাবেক সভাপতি সিলেটের এক বনেদী পরিবারের মহিয়সী নারী গুলশান আনোয়ারা হকের অর্থায়নে কুলাউড়ার পৃথিমপাশা ইউনিয়নের ম্যালেরিয়ার ঝুঁকিতে থাকা পুরশাই, ভাটগাঁও, টেকিগাঁও ও দেওগাঁও এলাকার হতদরিদ্রদের মাঝে মশাারি বিতরন করা হয়।

বিতরনের আয়োজন করে সামাদ- ফওজিয়া ফাউন্ডেশন। এসময় লেডিস ক্লাবের সাবেক সভাপতি গুলশান আনোয়ারা হক ও তার পরিবারের জন্য মহান আল্লাহর কাছে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। বিতরনে অংশ নেন সিনিওর architect রুকন ইউ চৌধুরী, সামাদ- ফওজিয়া ফাউন্ডেশনের সিলেট বিভাগীয় সমন্বয়ক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, ফাউন্ডেশনের উপজেলার সিনিওর যুগ্ম আহবায়ক সিপন সারোয়ার, ইউপি সদস্য কিবরিয়া হোসেন খোকন প্রমুখ।

এদিকে কয়েক দিন আগে লেডিস ক্লাবে ফাউন্ডেশনের চেয়ারপার্সন সাবরিনা সামাদ ফিরোজীর ও চৌধুরী আবু সাঈদ ফুয়াদের হাতে মশাারিগুলো হস্তান্তর করেন গুলশান আনোয়ারা হক। এ সময় ক্লাবের সভাপতি মাহবুবা করিম রুমঝুম,দেশের প্রসথম নারী ইউএনও দুর আফসান চৌধুরী, মানোয়ারা তাহির, ফয়জুন নেছা মুনা, শাহনাজ মাহমুদ মিতা, রাফিয়া রহমান , ইসরাত জাহান, সেলিনা হক সহ অন্যান্য সদস্যরা উপস্হিত ছিলেন।

পোস্ট শেয়ার করুন

ঢাকা লেডিস ক্লাবের সাবেক সভাপতি গুলশান আনোয়ারা হকের অর্থায়নে হতদরিদ্রদের মাঝে মশাারি বিতরন

আপডেটের সময় : ১২:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০১৯

ছয়ফুল আলম সাইফুলঃ  ঢাকা লেডিস ক্লাবের সাবেক সভাপতি সিলেটের এক বনেদী পরিবারের মহিয়সী নারী গুলশান আনোয়ারা হকের অর্থায়নে কুলাউড়ার পৃথিমপাশা ইউনিয়নের ম্যালেরিয়ার ঝুঁকিতে থাকা পুরশাই, ভাটগাঁও, টেকিগাঁও ও দেওগাঁও এলাকার হতদরিদ্রদের মাঝে মশাারি বিতরন করা হয়।

বিতরনের আয়োজন করে সামাদ- ফওজিয়া ফাউন্ডেশন। এসময় লেডিস ক্লাবের সাবেক সভাপতি গুলশান আনোয়ারা হক ও তার পরিবারের জন্য মহান আল্লাহর কাছে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। বিতরনে অংশ নেন সিনিওর architect রুকন ইউ চৌধুরী, সামাদ- ফওজিয়া ফাউন্ডেশনের সিলেট বিভাগীয় সমন্বয়ক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, ফাউন্ডেশনের উপজেলার সিনিওর যুগ্ম আহবায়ক সিপন সারোয়ার, ইউপি সদস্য কিবরিয়া হোসেন খোকন প্রমুখ।

এদিকে কয়েক দিন আগে লেডিস ক্লাবে ফাউন্ডেশনের চেয়ারপার্সন সাবরিনা সামাদ ফিরোজীর ও চৌধুরী আবু সাঈদ ফুয়াদের হাতে মশাারিগুলো হস্তান্তর করেন গুলশান আনোয়ারা হক। এ সময় ক্লাবের সভাপতি মাহবুবা করিম রুমঝুম,দেশের প্রসথম নারী ইউএনও দুর আফসান চৌধুরী, মানোয়ারা তাহির, ফয়জুন নেছা মুনা, শাহনাজ মাহমুদ মিতা, রাফিয়া রহমান , ইসরাত জাহান, সেলিনা হক সহ অন্যান্য সদস্যরা উপস্হিত ছিলেন।