ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর
- আপডেটের সময় : ০১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০১৭
- / ১২৫৪ টাইম ভিউ
ঢাকার ঐতিহাসিক স্থাপনাগুলো সঠিকভাবে সংরক্ষণ ও সংস্কারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংস্কৃতি মন্ত্রণালয়, প্রত্নতত্ত্ব অধিদপ্তর ও রাজউকের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ নির্দেশ দেন তিনি। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফকালে একথা জানান।প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাওয়ার পয়েন্টের মাধ্যমে পুরনো ঢাকাসহ রাজধানীর ৯৩টি ঐতিহাসিক স্থাপনার সার্বিক দিক তুলে ধরেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক আলতাফ হোসেন।এসময় স্থাপনাগুলোর সার্বিক দিক মূল্যায়নে রেখে কিছু স্থাপনা ভেঙে নতুন করে করাসহ এসব স্থাপনায় দেশীয় ঐতিহ্য ও কৃষ্টি সংরক্ষণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।শেখ হাসিনা বলেন, যথাযথ সংস্কারের মাধ্যমে রাজধানীর প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলো সংরক্ষণে পদক্ষেপ নিতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে নজর দিতে হবে।প্রধানমন্ত্রী বলেন, ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় নিয়ে প্রয়োজনে কোনো স্থাপনা ভেঙে নতুন করে নির্মাণ বা সংরক্ষণ বা সংস্কারের ব্যাপারে পদক্ষেপ নিতে হবে।প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব সুরাইয়া বেগম, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইবরাহীম হোসেন খান, গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদুল্লাহ খন্দকার ও রাজউক চেয়ারম্যান এম বজলুল করিম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।