ক্যালিফোর্নিয়া বিএনপি উদ্যেগে জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

- আপডেটের সময় : ১০:২৫ অপরাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১
- / ৪৮৮ টাইম ভিউ
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সাবেক রাষ্ট্রপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি পালনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্যালিফোর্নিয়া শাখা স্থানীয় সময় রোববার সন্ধ্যায় লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
ক্যালিফোর্নিয়া বিএনপির আয়োজিত আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু। সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন নজরুল ইসলাম চৌধুরী কাঞ্চন, শামসুজ্জোহা বাবলু, মাহাবুবুর রহমান শাহীন, সাইফুল আনসারী চপল, মাতাব আহমেদ, আফজাল হোসাইন শিকদার, মিকায়েল খান রাসেল, অধ্যাপক শাহাদৎ হোসেন শাহীন, অ্যাড. সামিমা খান লাকী, অপু সাজ্জাত, সৈয়দ নাসিরউদ্দীন জেবুল, বদরুল আলম মাসুদ,ইলিয়াছ মিয়া, দেলোয়ার জাহান চৌধুরী, কামাল হোসেন তরুণ, আলী আহমেদ হিরা, মনির খান প্রমুখ।পরে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।