গাছবাড়ী ডেভোলাপমেন্ট এসোসিয়েশন U.k সৌজন্যে রাজাগন্জ ২নং ওয়ার্ডে নগদ অর্থ প্রদান
- আপডেটের সময় : ০৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০
- / ৭৪৮ টাইম ভিউ
গাছবাড়ী ডেভোলাপমেন্ট এসোসিয়েশন U.k সৌজন্যে রাজাগন্জ ২নং ওয়ার্ডে নগদ অর্থ প্রদান।
৩০এপ্রিল বৃহস্পতিবার দুপুর ২-৩০-মিনিটের সময় জামেয়া ইসলামিয়া আশরাফুল উলুম ফতেগন্জ মাদ্রাসা মাঠে কানাইঘাট ৯নং রাজাগন্জ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের কর্মহীন অসহায় দিনমজুর লোকজন কে পবিত্র রমজান মাসে খাদ্য সামগ্রী কিনে খাওয়ার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করেছে গাছবাড়ী ডেভোলাফমেন্ট এসোসিয়েশন U.K
সমগ্র বিশ্বে বর্তমানে মহামারি করোনা ভাইরাসের ভয়াবহ দূর্যোগে অধিকাংশ মানুষ আজ কর্মহীন। তাই এ দূর্যোগময় সময়ে প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে মানুষের পাশে দাঁড়ানো উচিত। এমনটাই মনে করে সু-দুর সাত সমুদ্র তের নদীর ওপার লন্ডন বিলাতে কানাইঘাট উপজেলার ঐতিজ্যবাহী সর্ব বৃহৎ সংগঠন গাছবাড়ী ডেভোলাপমেন্ট এসোসিয়েশন U.K।
সংগঠনের সিদান্ত মোতাবেক স্হানীয় বিশিষ্ট আস্তাবাজন ব্যাক্তিদের দিয়ে এই কর্মহীন পরিবারের সদস্যদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়।
অনুষ্টানের সার্বিক দায়িত্বে ছিলেন মাষ্টার শাহ ইসমাইল(প্রধান শিক্ষক) কে,এ,শিকদার একাডেমি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
অনুষ্টানে উপস্তিত ছিলেন শাহ মো: ওলিউররহমান,
ফতেগন্জ মাদ্রাসার মুহতামিম মাওলানা শরীফ উদ্দিন সহকারি শিক্ষক মাওলানা মিসবাহউজাম্মান, মাওলানা আব্দুল হামিদ, স্হানীয় গ্রামের বিশিষ্ট মুরব্বী মো: ইদ্রিছ আলী, বি,ডি,আর,মোহাম্দ আলী, শাহ ফয়সাল আহমদ প্রমুখ।
সভার শুরুতে পবিত্র কোরান তেলায়ত করেন রাজাগন্জ মাদ্রাসার ফজিলত ১ম বর্ষের মেধাবী ছাত্র শাহ মো: শিহাব আহমদ। সভাপরিচালনা মাষ্টার শাহ ইসমাইল অনুষ্টানে সভায়
বক্তরা তাদের বক্তব্যে বলেন যে গাছবাড়ী ডেভোলাপমেন্ট এসোসিয়েশন U.K ইতোমধ্যে অত্র অঞ্চলে জনগণের স্বাস্থ্য সেবা দেয়ার জন্য গাছবাড়ীতে একটি আধুনিক হাসপাতাল স্থাপনের প্রকল্প বাস্তবায়ন করছে। তারই ধারাবাহিকতায় আজকে এই সমাজ সেবামুলক সংস্হাটি অসহায় মানুষের সাহায্যে এগিয়ে এসেছে। বাংলাদেশের প্রত্যেক অসহায় পরিবারের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসুন আমরা সবাই সরকারের পাশাপাশি (G,D,A- U.k) এই প্রতিষ্টানের মতো নিজ নিজ উদ্যোগে অসহায় মানুষদের জন্য সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেই। আমরা সবাই সমাজের বিত্তশালীদের এসব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই ।
কানাইঘাট ডেভোলাফমেন্ট এসোসিয়েশন U.K ৯ নং-রাজাগন্জ, ৮ নং-ঝিংগাবাড়ী, ও৭ নং- বানীগ্রাম তিন ইউনিয়নে প্রায় ১০৩৫ টি পরিবারকে নগদ ১০০০/ টাকা করে আর্থিক সাহায্য প্রদান করে। উপস্থিত সাহায্য প্রাপ্ত লোকজন গাছবাড়ী ডেভোলাপমেন্ট এসোসিয়েশন U.K এর সাথে জড়িত সংশ্লিষ্ট সবার সু-স্যাস্হ ভবিষ্যত মংহল কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা শাহ ওলিউররহমান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন বিশিষ্ট সমাজ সেবক মো: ফখরুল ইসলাম (ম্যানেজার) রাজাগঞ্জ ইউনিয়ন এর ত্রান কমিটির সদস্য প্রভাবশালী দাপটে সদস্য জনাব এ টি এম সোহেল রানা চৌধুরী , মাহবুব আহমদ (চুন) এরশাদ আহমদ প্রমুখ।