কামরুল হুদা জায়গীরদার কে আহবায়ক করে সিলেট জেলা বিএনপি ২৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি
- আপডেটের সময় : ০১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০১৯
- / ৪৯৯ টাইম ভিউ
দেশদিগন্ত ডেস্ক :ভেঙে গেল সিলেট জেলা বিএনপি। গঠিত হলো নতুন আহ্বায়ক কমিটি। প্রায় দুই মাস ধরে সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন নিয়ে জল্পনা ছিল। এ নিয়ে ছিল নানা আলোচনা। অবশেষে বিভাগীয় সমাবেশ শেষ হওয়ার পর গতকাল বিকালে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হলো। বিকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেন। এ কমিটির আহ্বায়ক করা হয়েছে- জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামরুল হুদা জায়গীরদারকে। কমিটিতে ২৪ জনকে সদস্য করা হয়েছে।
তারা হলেন- আবুল কাহের চৌধুরী শামীম, অ্যাডভোকেট আবদুল গফফার, আশিক উদ্দিন চৌধুরী, আলী আহমদ, কাইয়ুম চৌধুরী, অধ্যাপিকা সামিয়া চৌধুরী, অ্যাডভোকেট আশিক চৌধুরী, মইনুল হক চৌধুরী, আবদুল মান্নান, ফারুকুল ইসলাম ফারুক, শাহ জামাল নুরুল হুদা, মাহবুবুর রব চৌধুরী ফয়ছল, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, এমরান আহমদ চৌধুরী, নাজিম উদ্দিন লস্কর, সিদ্দিকুর রহমান পাপলু, মাজহারুল ইসলাম ডালিম, অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, আব্দুল আহাদ খান জামাল, মাহবুবুল হক চৌধুরী, আবুল কাশেম, শামিম আহমেদ ও আহমেদুর রহমান চৌধুরী। এদিকে- সিলেট জেলা বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ জানিয়েছেন- কমিটি অনুমোদন হয়েছে। আহবায়ক কমিটি নতুন করে সম্মেলন ও কাউন্সিলের আয়োজন করবে।