ঢাকা , বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
আপডেট :
যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করেছে দূতাবাস রোম পর্তুগাল জাসাসের আলিসবনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলানের আয়োজনে মহান বিজয় দিবস পালিত মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা করেছে সম্মিলিত নাগরিক কমিটি ভেনিস বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনফালকনে গরিঝিয়া শাখা ইতালির আয়োজনে বাংলাদেশের ৫৩ তম বিজয় দিবস উদযাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রোমে সিলেট বিভাগ জাতীয়তাবাদী যুবদল গঠন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রবাসীদের নিয়ে পঞ্চগ্রাম প্রবাসী উন্নয়ন ফোরামের ৭৭ বিশিষ্ট কমিটি গঠন সুয়েব এবং রুবিয়াত আফরিনা ১৮তম বিবাহ বার্ষিকী উদযাপন করেছেন অ্যামাজন জঙ্গলে কুলাউড়া বিএনপির দীর্ঘ যুগ পর কোন্দলের অবসান। ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার

পুড়ে যাচ্ছে চা বাগান, উৎপাদনে ধ্বস নামছেঃ

নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : ১১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২০
  • / ৮৭০ টাইম ভিউ

চৌধুরী আবু সাঈদ ফুয়াদঃ কুলাউড়ার অধিকাংশ চা বাগান প্রখর সূর্য তাপে পুড়ে যাচ্ছে। সময় মতো বৃষ্টি না হওয়ায় চায়ের উৎপাদন গত কয়েক বছরের তুলনায় অস্বাভাবিক ভাবে হ্রাস পেয়েছে। ইস্পাহানীর মালিকানাধীন গাজীপুর চা বাগানের সিনিয়র ম্যানেজার কাজল মাহমুদ ও এইচ,অারসির মালিকানাধীন ক্লিভডন চা বাগানের ব্যবস্হাপক মি.হাসিব জানালেন বাগানের জলাশয় গুলো শুকিয়ে কাট। সেচ অথবা স্প্রে করে চা গাছ বাঁচানো কষ্টকর হয়ে পড়েছে। তাঁরা জানান গত নভেম্বর মাসে মাত্র এক ইঞ্চি বৃষ্টিপাত হয়েছে। অার বৃষ্টি হয় নি। চা বৃষ্টি নির্ভর, সময় মতো বৃষ্টি না হলে চা গাছ পল্লবিত না হয়ে রুদে পুড়ে মরে যায়। এ দিকে জুড়ী উপজেলার ফুলতলা চা বাগানের ব্যাবস্হাপক মি. সোহেল অাহমেদ বলেন রোদে পুড়লে চা বাগানে নানাবিধ পোকার আক্রমণের অাশংকা থাকে। সব মিলিয়ে এ মৌসুৃমে চা এর উৎপাদনে ধ্বস নামবে তবে বৃষ্টি হয়ে গেলে তার থেকে রেহাই পাওয়া যাবে, একই উপজেলার অারেক বাগান ব্যাবস্হাপক বদরুল হুদা চৌধুরী ও সিরাজ নগর চা বাগানের ম্যানেজার শামীম চৌধুরীজানান চা বাগানের জন্য বৃষ্টি খুবই প্রয়োজন হয়ে পড়েছে, বৃষ্টি না হলে চা শিল্প মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়ে পড়বে। চা বাগান ব্যাবস্হাপক মি. হাসিব অাহমদ অারও জানান তাঁর বাগানের ২৫ থেকে ৪০ ভাগ চা গাছ রোদে পুড়ে মরে যাচ্ছে।।

পোস্ট শেয়ার করুন

পুড়ে যাচ্ছে চা বাগান, উৎপাদনে ধ্বস নামছেঃ

আপডেটের সময় : ১১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২০

চৌধুরী আবু সাঈদ ফুয়াদঃ কুলাউড়ার অধিকাংশ চা বাগান প্রখর সূর্য তাপে পুড়ে যাচ্ছে। সময় মতো বৃষ্টি না হওয়ায় চায়ের উৎপাদন গত কয়েক বছরের তুলনায় অস্বাভাবিক ভাবে হ্রাস পেয়েছে। ইস্পাহানীর মালিকানাধীন গাজীপুর চা বাগানের সিনিয়র ম্যানেজার কাজল মাহমুদ ও এইচ,অারসির মালিকানাধীন ক্লিভডন চা বাগানের ব্যবস্হাপক মি.হাসিব জানালেন বাগানের জলাশয় গুলো শুকিয়ে কাট। সেচ অথবা স্প্রে করে চা গাছ বাঁচানো কষ্টকর হয়ে পড়েছে। তাঁরা জানান গত নভেম্বর মাসে মাত্র এক ইঞ্চি বৃষ্টিপাত হয়েছে। অার বৃষ্টি হয় নি। চা বৃষ্টি নির্ভর, সময় মতো বৃষ্টি না হলে চা গাছ পল্লবিত না হয়ে রুদে পুড়ে মরে যায়। এ দিকে জুড়ী উপজেলার ফুলতলা চা বাগানের ব্যাবস্হাপক মি. সোহেল অাহমেদ বলেন রোদে পুড়লে চা বাগানে নানাবিধ পোকার আক্রমণের অাশংকা থাকে। সব মিলিয়ে এ মৌসুৃমে চা এর উৎপাদনে ধ্বস নামবে তবে বৃষ্টি হয়ে গেলে তার থেকে রেহাই পাওয়া যাবে, একই উপজেলার অারেক বাগান ব্যাবস্হাপক বদরুল হুদা চৌধুরী ও সিরাজ নগর চা বাগানের ম্যানেজার শামীম চৌধুরীজানান চা বাগানের জন্য বৃষ্টি খুবই প্রয়োজন হয়ে পড়েছে, বৃষ্টি না হলে চা শিল্প মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়ে পড়বে। চা বাগান ব্যাবস্হাপক মি. হাসিব অাহমদ অারও জানান তাঁর বাগানের ২৫ থেকে ৪০ ভাগ চা গাছ রোদে পুড়ে মরে যাচ্ছে।।