৪ দিন বন্ধের পর আজ মঙ্গলবার (৭ জুলাই) খুলা হচ্ছে ঢাকা-সিলেট মহাসড়ক

- আপডেটের সময় : ১২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২০
- / ৪০৯ টাইম ভিউ
৪ দিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার (৭ জুলাই) ভোর ৬টা থেকে খুলে দেওয়া হচ্ছে ওসমানীনগরের ঢাকা-সিলেট মহাসড়ক। জরুরী সিলেট-ঢাকা মহাসড়কের শেরপুর ও কাগজপুর সেতুতে জরুরী মেরামত কাজের জন্য।গত ৩ তারিখ থেকে যান চলাচল বন্ধ ছিলো।
সড়ক ও জনপদ বিভাগ সিলেটের নির্বাহী প্রকৌশলী রিতেশ বড়ুয়া জানান, সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরের ১৯২ তম কিলোমিটারের শেরপুর সেতু ও ১৯৭ তম কিলোমিটারের কাগজপুর সেতুর ক্ষতিগ্রস্ত ডেকস্ল্যাব মেরামতের কাজ শেষ পর্যায়ে রয়েছে। আশা করা হচ্ছে মঙ্গলবার (৭ জুলাই) ভোর থেকে যান চলাচল স্বাভাবিক হবে।
অপরএক প্রশ্নের জবাবে তিনি জানান, সিলেট অঞ্চলে ঢাকা-সিলেট মহাসড়কের বাম সাইট অত্যাধিক ভাঙ্গনের শিকার হয়। এর জন্য পাথর বহনকারী ট্রাক অনেকাংশে দায়ী। তারা বেশীরভাগ সময় অভারলোডে গাড়ি চালিয়ে থাকেন। এতে অতিরিক্ত ভর বহনে রাস্তা ক্রমেই দূর্বল হয়ে পড়ে।