১ ঘণ্টায় মালালার ফলোয়ার ১ লাখ ৭৫ হাজার

- আপডেটের সময় : ০১:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০১৭
- / ১৪৪৭ টাইম ভিউ
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে যোগ দিয়েই আলোড়ন সৃষ্টি করলেন সবচে’ কমবয়সী নোবেলজয়ী মালালা ইউসুফজাই। টুইটারে অ্যাকাউন্ট ওপেন করে শুক্রবার পাকিস্তানি এ কিশোরী জানান, স্কুল শেষ ও টুইটারের প্রথম দিন আজ। মাত্র ১ ঘণ্টায় ১ লাখ ৭৫ হাজার ব্যবহারকারী তাকে ফলো করে। প্রতিবেদনটি করা পর্যন্ত প্রায় ৪ লাখ ৪১ হাজার জন তাকে ফলো করেছেন।চলতি মাসের ১২ তারিখে ২০ বছরে পা দিচ্ছেন মালালা। বর্তমানে এ-লেভেল পরীক্ষা দিয়ে ফলাফলের অপেক্ষায় আছেন তিনি। এদিকে গেলো মার্চ মাসে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছেন মালালা ।বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান, দর্শন এবং অর্থনীতি নিয়ে পড়তে হলে একটি শর্তজুড়ে দিয়েছে কর্তৃপক্ষ। এ-লেভেল পরীক্ষায় যেকোনো তিনটি বিষয়ে এ-গ্রেড পেতে হবে তাকে।চলতি বছরের এপ্রিলে জাতিসংঘের সবচে’ কনিষ্ঠতম দূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মালালা। ২০১৫ সালে ১৭ বছর বয়সে মালালা শান্তিতে নোবেলজয় করেন। ইতিহাসের সর্বকনিষ্ঠ নোবেলজয়ী তিনি। মেয়েদের শিক্ষা বন্ধ করে দেয়ার প্রতিবাদ করে তালেবান হামলার মুখে পড়েন এবং গুলিবিদ্ধ হয়েও বেঁচে ফিরে এসে তিনি ফের নারী শিক্ষার জন্যই কাজ করে চলেছেন।২০১২ সালের ৯ অক্টোবর সোয়াত উপত্যকার মিনগোরাত এলাকায় ১৪ বছর বয়সী মালালা ও তার দুই বান্ধবীকে স্কুলের সামনেই গুলি করে তালেবান জঙ্গিরা।পাকিস্তানে তার মাথায় অস্ত্রোপচার করে বুলেট সরিয়ে নেয়া সম্ভব হলেও পরে যুক্তরাজ্যের কুইন এলিজাবেথ হাসপাতালে তাকে উন্নত চিকিৎসা দেয়া হয়।ওই ঘটনা বিশ্বজুড়ে আলোড়ন তোলে। মালালার স্বপ্ন সফল করতে ২০১২ সালের ১০ নভেম্বরকে ‘মালালা দিবস’ ঘোষণা করে জাতিসংঘ।