হাজীপুর সোসাইটির তিনটি কার্য্যক্রমের শুভ উদ্ধোধন, দূর্নীতির বিরুদ্ধে সংগ্রাম সিলেটিরাই শুরু করবে–ব্যারিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
- আপডেটের সময় : ১০:২৭ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০১৯
- / ৩০৮ টাইম ভিউ
ছয়ফুল আলম সাইফুলঃ হাজীপুর সোসাইটির তিনটি কার্য্যক্রমের শুভ উদ্ধোধন অনুষ্ঠানে ব্যারিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন দূর্নীতির বিরুদ্ধে সংগ্রাম সিলেটিরাই শুরু করবে।তিনি বলেন প্রবাসী অধ্যুষিত সিলেট অঞ্চলের প্রবাসীরাই পারে দেশের প্রকৃত উন্নয়ন করতে, ঐক্যবদ্ধ ভাবে সকল প্রবাসীরা এগ্রিয়ে এলেই সহজে দ্ররিদ্রতা রোধ করা সম্বভ।
আজ ২১ সেপ্টেম্বর শনিবার বিকাল ৪টায় হাজীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে হাজীপুর সোসাইটি কুলাউড়ার আয়োজনে এমাদুল মান্নান তারহাম গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্টের বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে ট্রেনিং ক্যাম্প, স্বর্নিভর প্রকল্প-২ এর আওতায় দ্ররিদ্রদের মধ্যে ছাগল বিতরণ, কানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের মাধ্যে স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
হাজীপুর সোসাইটি কুলাউড়ার সহ-সভাপতি মোঃ জদিদ হায়দর চৌধুরীর সভাপতিত্বে ও সোসাইটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিযার মিজানুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলামের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুপ্রীম কোটের বিশিষ্ট আইনজীবী ব্যারিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ফজলুল হক খান সায়েদ, কুলাউড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেদৌস চৌধুরী পপি, হাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু, জর্জিয়া আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক নূরুল ইসলাম তালুকদার, হাজীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্র্রধান শিক্ষক মোঃ আব্দুল মুক্তাদির চৌধুরী, হাজীপুর সোসাইটির সহ-সাধারণ সম্পাদক গাজী জাবের আহমদ, প্রচার সম্পাদক ছয়ফুল আলম সাইফুল, নিউনেশন কুলাউড়া প্রতিনিধি মোঃ মছব্বির আলী, কালের কন্ঠ কুলাউড়া প্রতিনিধি মাহফুজ শাকিল, সাংবাদিক আসফাক তানবির কুলাউড়া ক্যাবল নেটওয়াকের সাধারণ সম্পাদক ও শিক্ষক মোঃ ছাদিকুর রহমান, শিক্ষক শাহ আলম প্রমুখ।