হাজিপুর সোসাইটি’র অক্সিজেন সিলিন্ডার বিতরণ
- আপডেটের সময় : ০৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০
- / ৪২০ টাইম ভিউ
হাজীপুর সোসাইটির আয়োজনে অক্সিজেন সিলিন্ডার বিতরণ অনুষ্ঠান অতিথী ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, হাজিপুর সোসাইটির ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্য জনাব মোঃ শফিউল আলম চৌধুরী নাদেল ও হাজিপুর সোসাইটির সভাপতি মেজর (অব.) এম. নুরুল মান্নান চৌধুরীর পৃষ্ঠপোষকতায় কুলাউড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্বাস্থ্য কেন্দ্রে করোনা রোগীর সেবায় অক্সিজেন সিলিন্ডার বিতরণ অনুষ্ঠান আজ উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত হয়।
কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ জনাব এ.কে.এম শফি আহমদ সলমান এর সভাপতিত্বে ও ‘ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রী কলেজ’র প্রভাষক, হাজীপুর সোসাইটির কার্যনির্বাহী পরিষদের সদস্য মোঃ খালিক উদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ শফিউল আলম চৌধুরী নাদেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলার সিভিল সার্জন জনাব ডা. মোঃ তৌহিদ আহমদ, কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার জনাব এটিএম ফরহাদ চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুরুল হক, ভাটেরা স্কুল এন্ড কলেজ’র জনাব সিপার উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা সমাজসেবা অফিসার মোঃ ইব্রাহিম,সাংবাদিক এস আলম সুমন,হাজিপুর সোসাইটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক ছয়ফুল আলম, ঝুমন হাসান, শান্ত মালাকার, জুনাব আহমদ, শিপন খান, সাংবাদিক এম এ কাইয়ুম, শিক্ষক ও সাংবাদিক হাবিবুর রহমান সুজন প্রমুখ।
অনুষ্ঠানে কুলাউড়া উপজেলার করোনা ঝুকিপূর্ণ সাতটি ইউনিয়নে গুরুতর রোগীর সেবায় একটি করে অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়।