হাজিপুরে কভিড ১৯ এর সময় স্বেচ্ছায় সেবাদানকারীদের স্পন্দন কর্তৃক সংবর্ধনা
- আপডেটের সময় : ১০:১০ অপরাহ্ন, শনিবার, ৮ জানুয়ারী ২০২২
- / ৩৫০ টাইম ভিউ
হাজিপুরে কভিড ১৯ এর সময় স্বেচ্ছায় সেবাদানকারীদের স্পন্দন কর্তৃক সংবর্ধনা।
নিজস্ব প্রতিবেদকঃ কুলাউড়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন স্পন্দন রক্তদান ও সমাজকল্যাণ ফাউন্ডেশন এর পক্ষ থেকে কভিড ১৯ এর সময় যারা কডিভ আক্রান্তদের সেবা প্রদান ও কভিড সচেতনতা মূলক কাজ করে গেছেন সেসব স্বেচ্ছাসেবীদের সংবর্ধনা প্রদান করা হয়।
এইচ এম মাহিদুল ইসলামের সঞ্চালনায় ও স্পন্দন ফাউন্ডেশন এর পরিচালনা পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান এর সভাপতিত্বে সংগঠনের কার্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠন এর উপদেষ্টা ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কুলাউড়া উপজেলা শাখার সহ সভাপতি হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব।। ও।।
কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় কুরআম তেলাওয়াত করেন সংগঠন এর সভাপতি হাফেজ হেলালুর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন সংগঠন এর সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান রায়হান, শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ সভাপতি তৌহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইমরান আমির আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন ইকরামুল মুসলিমীন মৌলভীবাজার এর কুলাউড়া উপজেলা শাখার সভাপতি আব্দুস সামাদ, শুভেচ্ছা ক্লাবের সভাপতি পুলকেশ নাগ, স্বপ্ন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবুল হাসানাত বাবু, হাজীপুর ব্লাড ফাইটার্সের প্রতিষ্ঠাতা এম ইমরান, কোষাধ্যক্ষ নাজমুল ইসলাম, দিগন্ত স্বেচ্ছাসেবী সংগঠন এর প্রতিষ্ঠাতা আতিক আল হাসান সহ প্রমুখ।
উপস্থিত বক্তারা তাদের বক্তব্যের মাধ্যমে সংগঠন এর কাজের প্রশংশা করেন ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেন।
পরিশেষে ২৩ জন স্বেচ্ছাসেবীদের সম্মাননা স্মারক ও সম্মাননা সনদ প্রদান করা হয়।