ঢাকা , বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
আপডেট :
কানাডার প্রভিন্সিয়াল পার্লামেন্ট ইলেকশন ডলি’র হ্যাটট্রিক জয় ১৭ বছর পর দেশে প্রত্যাবর্তন লন্ডন বিএনপি নেতা শরফুকে শ্রীমঙ্গলে গণ সংবর্ধনা ইতালির মানতোভা শহরে দুইদিনব্যাপী দূতাবাস সেবা অনুষ্ঠিত ,প্রায় আট শতাধিক প্রবাসীরা এই ক্যাম্প থেকে দূতাবাস সেবা গ্রহণ করেন ইতালিতে এমপি প্রার্থী প্রফেসর ডা: সরকার মাহবুব আহমেদ শামীম কে চাঁদপুরবাসীর সংবর্ধনা দেশে ফিরছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্হায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হান্নানের মৃত্যুতে দোয়া অনুষ্ঠিত কুলাউড়া বিএনপির ১৩ ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষনা, সমন্বয়কদের দায়িত্ব বন্টন কুলাউড়ায় রাজাপুরে বালু উত্তোলন বন্ধ ও সেতু রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত উৎসবমুখর পরিবেশে ইতালির তরিনোতে সিলেট বিভাগ ঐক্য পরিষদের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন মৌলভীবাজারের কুলাউড়ায় ছাত্রশিবিরের নববর্ষ প্রকাশনা উৎসব

স্বরলিপী শিল্পী গোষ্টীর বনভোজনে পরিণত হয় মরুর বুকে এর খন্ড বাংলাদেশ

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : ০৬:২৭ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০১৮
  • / ১৪৯৭ টাইম ভিউ

বণাঢ্য আয়োজনে বিশাল পরিসরে প্রতিবছরের মত এবারও বনভোজন ২০১৮ আয়োজন করে কুয়েত’র বৃহৎ সাংস্কৃতিক সংগঠন স্বরলিপী শিল্পী গোষ্টী । গত ২ ফ্রেবুয়ারী সন্ধ্যা থেকে ৩ ফ্রেবু:শুক্রবার বিকাল পর্যন্ত ওফরা আই পি সি রিসোর্ট নাচে – গানে মেতে উঠেছিলো প্রায় ৩০০ শ তরুন-তরুনী, যুবক – যুবতী , শিশুরা । সন্ধ্যায় চা – নাস্তার , পর রাতের খাবার শেষ করেই শুরু হয় বিভিন্ন আন্চলিক ও আধুনিক গানের তালে তালে দেশীয় নাচ , সবাই যেনো হারিয়ে গিয়েছিলো আনন্দের হাওয়ায় । ছিলোনা কোনো ভেদাভেদ, নেই কোনো বৈষম্য . শুধু ছিলো আড্ডা আর আনন্দ , বিভিন্ন খেলায় মেতেছিলো- কলব্রিজ, ২৯ সহ টেবিল টেনিস. ভলিবল. ফুটবল. শিশুরা ছিলো বিভিন্ন রাইডর্স আর দোলনা নিয়ে ব্যাস্ত । দল বেদে বেদে মহিলারা আলতু চুল দুলিয়ে ঘুরে বেডাচ্ছে এক সিমানা থেকে অন্য সিমানায় আপন মহিমায় ।বনভোজনস্হলের পরিবেশ হয়ে উঠেছিলো কারকার্য পূর্ণ সোন্দর্যবেষ্টিত । আর আমি সহ অনেকেই হারিয়ে গিয়েছিলো অতিতের সোনালী সেই কেশরের স্কুল শেষে বিকেলে খেলার ব্যাস্ত নিয়ে ,যৌবনের বিকেল বেলায় বন্ধুদের দল নিয়ে আড্ডা . যে যার মত গল্পে মুগ্ধ হয়ে হাসি- টাট্রা, এ যেনো এক অতিত কে ফিরে পাওয়া এক সন্ধ্যা । সংগঠনের সভাপতি হযরত আলী মল্লিক এর সভাপতিত্বে ও জাকারিয়া আহমদের পরিচালনায়, প্রধান অতিথী ছিলেন মো: আনিসুজ্জামান-দূতালয় প্রধান, বাংলাদেশ দূতাবাস কুয়েত, সংগিত পরিবেশন করেন কুয়েতে প্রথম যিনি বাংলা সংস্কৃতিকে পরিচিত সবার আপা বলে খরশিদা আপা,ক্রমানয়ে জাহেদ আহমেদ, মিউজিশিয়ান এসোশিয়েশন ভূমিখা’র সভাপতি আব্দুর রাজ্জাক.আমজাদ হোসেন, সাবরিনা তাহেরা, কুয়েতে ময়ুর কন্ঠী শিল্পী হিসেবে পরিচিত সর্বজনপ্রিয় রুনা আক্তার কেয়া. রুবেল আহমেদ । উলেখ্য ছিলো আপ্যায়নে কয়েকজনের সেবা দান তাদের মধ্যে কার্তিক বাবু, জামাল উদ্দিন. মিহির কান্তি পাল. সাধারন সম্পাদক রবি কানন, সার্বিক সর্বক্ষন আপ্যায়ন ব্যাস্ত দুই জন হলেন নাজিম উদ্দিন ও হাবিবুর রহমান হাবিব । আগতদের নিজের শীতের কাপড় দিয়ে ব্যাতিক্রমী সেবা দিলেন শাকিল আহমেদ । অনুষ্ঠানের শেষে পুরস্কার বিতরন করা হয় খেলায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে|

পোস্ট শেয়ার করুন

স্বরলিপী শিল্পী গোষ্টীর বনভোজনে পরিণত হয় মরুর বুকে এর খন্ড বাংলাদেশ

আপডেটের সময় : ০৬:২৭ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০১৮

বণাঢ্য আয়োজনে বিশাল পরিসরে প্রতিবছরের মত এবারও বনভোজন ২০১৮ আয়োজন করে কুয়েত’র বৃহৎ সাংস্কৃতিক সংগঠন স্বরলিপী শিল্পী গোষ্টী । গত ২ ফ্রেবুয়ারী সন্ধ্যা থেকে ৩ ফ্রেবু:শুক্রবার বিকাল পর্যন্ত ওফরা আই পি সি রিসোর্ট নাচে – গানে মেতে উঠেছিলো প্রায় ৩০০ শ তরুন-তরুনী, যুবক – যুবতী , শিশুরা । সন্ধ্যায় চা – নাস্তার , পর রাতের খাবার শেষ করেই শুরু হয় বিভিন্ন আন্চলিক ও আধুনিক গানের তালে তালে দেশীয় নাচ , সবাই যেনো হারিয়ে গিয়েছিলো আনন্দের হাওয়ায় । ছিলোনা কোনো ভেদাভেদ, নেই কোনো বৈষম্য . শুধু ছিলো আড্ডা আর আনন্দ , বিভিন্ন খেলায় মেতেছিলো- কলব্রিজ, ২৯ সহ টেবিল টেনিস. ভলিবল. ফুটবল. শিশুরা ছিলো বিভিন্ন রাইডর্স আর দোলনা নিয়ে ব্যাস্ত । দল বেদে বেদে মহিলারা আলতু চুল দুলিয়ে ঘুরে বেডাচ্ছে এক সিমানা থেকে অন্য সিমানায় আপন মহিমায় ।বনভোজনস্হলের পরিবেশ হয়ে উঠেছিলো কারকার্য পূর্ণ সোন্দর্যবেষ্টিত । আর আমি সহ অনেকেই হারিয়ে গিয়েছিলো অতিতের সোনালী সেই কেশরের স্কুল শেষে বিকেলে খেলার ব্যাস্ত নিয়ে ,যৌবনের বিকেল বেলায় বন্ধুদের দল নিয়ে আড্ডা . যে যার মত গল্পে মুগ্ধ হয়ে হাসি- টাট্রা, এ যেনো এক অতিত কে ফিরে পাওয়া এক সন্ধ্যা । সংগঠনের সভাপতি হযরত আলী মল্লিক এর সভাপতিত্বে ও জাকারিয়া আহমদের পরিচালনায়, প্রধান অতিথী ছিলেন মো: আনিসুজ্জামান-দূতালয় প্রধান, বাংলাদেশ দূতাবাস কুয়েত, সংগিত পরিবেশন করেন কুয়েতে প্রথম যিনি বাংলা সংস্কৃতিকে পরিচিত সবার আপা বলে খরশিদা আপা,ক্রমানয়ে জাহেদ আহমেদ, মিউজিশিয়ান এসোশিয়েশন ভূমিখা’র সভাপতি আব্দুর রাজ্জাক.আমজাদ হোসেন, সাবরিনা তাহেরা, কুয়েতে ময়ুর কন্ঠী শিল্পী হিসেবে পরিচিত সর্বজনপ্রিয় রুনা আক্তার কেয়া. রুবেল আহমেদ । উলেখ্য ছিলো আপ্যায়নে কয়েকজনের সেবা দান তাদের মধ্যে কার্তিক বাবু, জামাল উদ্দিন. মিহির কান্তি পাল. সাধারন সম্পাদক রবি কানন, সার্বিক সর্বক্ষন আপ্যায়ন ব্যাস্ত দুই জন হলেন নাজিম উদ্দিন ও হাবিবুর রহমান হাবিব । আগতদের নিজের শীতের কাপড় দিয়ে ব্যাতিক্রমী সেবা দিলেন শাকিল আহমেদ । অনুষ্ঠানের শেষে পুরস্কার বিতরন করা হয় খেলায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে|