স্কুল শিক্ষিকাকে গলা কেটে হত্যা
- আপডেটের সময় : ০৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ২২ জুলাই ২০১৯
- / ৪৪১ টাইম ভিউ
দেশদিগন্ত নিউজ ডেস্কঃ চাঁদপুর শহরে এক স্কুলশিক্ষিকাকে গলা কেটে হত্যা করেছে অজ্ঞাত হামলাকারীরা। রোববার (২১ জুলাই) শহরের ষোলঘর পানি উন্নয়ন বোর্ডের স্টাফ কোয়ার্টারে এ ঘটনা ঘটে বলে চাঁদপুর সদর মডেল থানার এসআই আওলাদ হোসেন জানিয়েছেন।
নিহত জয়ন্তী চক্রবর্তী ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।
এসআই আওলাদ হোসেন বলেন, জয়ন্তী ঘটনার দিন স্কুল থেকে ছুটিতে ছিলেন। দুপুরের কোনো এক সময় দুর্বৃত্তরা কোয়ার্টারে ঢুকে তাকে খুন করে পালিয়ে যায়। তার গলায় ধারালো ছুরির আঘাত ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে।
চাঁদপুর সদর মডেল থানার ওসি নাসিম উদ্দীন বলেন, খুনের রহস্য উদঘাটে পুলিশ কাজ করছে। জয়ন্তীর পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।
জয়ন্তী চক্রবর্তীর স্বামী পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন জ্যেষ্ঠ হিসাব সহকারী হিসেবে সম্প্রতি চাকরি থেকে অবসর নিয়েয়েছেন। তাদের এক মেয়ে দুই ছেলে রয়েছে।