সৌদি আরবে দুর্নীতি বিরোধী অভিযানে ২০১ জন আটক
- আপডেটের সময় : ১১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০১৭
- / ১১৪২ টাইম ভিউ
সৌদি আরব বৃহস্পতিবার জানিয়েছে, দেশটিতে প্রায় ১০ হাজার কোটি ডলারের ঘুষ ও দুর্নীতির ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য ২০১ জনকে আটক করা হয়েছে। আধুনিক সৌদি আরবের ইতিহাসে দেশটির শীর্ষ পর্যায়ে ব্যাপক শুদ্ধি অভিযান চালানোর পর এদেরকে আটক করা হলো।
সপ্তাহান্তে উচ্চ পর্যায়ের যাদের গ্রেফতার বা বরখাস্ত করা হয় তাদের মধ্যে যুবরাজ, মন্ত্রী ও কোটিপতি এক ব্যবসায়ী রয়েছেন।
ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা এবং রিয়াদ থেকে হঠাৎ করে প্রধানমন্ত্রী সাদ হারিরির পদত্যাগের ঘোষণার পর লেবাননের রাজনৈতিক সঙ্কটকে কেন্দ্র করে সৌদি আরব ও ইরান মুখোমুখী অবস্থান নেয়ায় চরম আঞ্চলিক উত্তেজনার মধ্যে এ শুদ্ধি অভিযান চালানো হয়।
অ্যার্টনি জেনারেল শেখ সৌদ আল-মোজেবের বরাত দিয়ে সৌদি তথ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, দুর্নীতির অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য এ পর্যন্ত মোট ২০৮ জনকে ডাকা হয়েছে। কোনো অভিযোগের প্রমাণ না পাওয়ায় এদের মধ্যে সাতজনকে ছেড়ে দেয়া হয়েছে।